29/03/2024 : 1:45 AM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সৎ ইচ্ছা নিয়ে মানবসেবায় ব্রত কালনার সদিচ্ছা ভলেন্টিয়ার্স

জিরো পয়েন্ট নিউজ – কালনা, ২ জানুয়ারি ২০২২:


কথায় আছে সৎ ইচ্ছা থাকলে মানবসেবায় কোন বাঁধা হয় না। এই মন্ত্রে দীক্ষিত হয়ে  ২০১৭ সালে পূর্ব বর্ধমান জেলার কালনা ২নং ব্লকের বাজিতপুর গ্ৰামে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে পথ চলা শুরু হয় সদিচ্ছা ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের। বিগত করোনা কালে লকডাউনের সময়ও দুঃস্থ মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয় এমনকি সম্প্রীতির লক্ষ্যে ঈদ ও দুর্গাপুজোয় বস্ত্র বিতরণ এবং শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য অসহায়দের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সারা বছর ধরেই সংস্থা নানা ধরনের সেবামূলক কাজে লিপ্ত থাকে।

শনিবার ২০২২ সালের প্রথম দিনে সদিচ্ছা ভলেন্টিয়ার্স অর্গানাইজেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিরাজুল হক, সাধারণ সম্পাদক সাদ্দাম হক ও কোষাধ্যক্ষ শিক্ষক মোল্লা আজাহার রহমান সুলতান। সাংগঠনিক কমিটিতে ২৭ জনের একটি পরিচালন কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা যায়।

Related posts

মেমারিতে কেন্দ্রের বিরুদ্ধে তৃণমূল যুব কংগ্রেসের প্রতিবাদ সভা

E Zero Point

৪৩০ বছরের দোলযাত্র উৎসব কাটোয়ায়

E Zero Point

রেলপুকুরে মৃতদেহ ভাসমান, এলাকায় চাঞ্চল্য

E Zero Point

মতামত দিন