19/03/2024 : 12:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

আরও সাতদিন হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিলঃ জেনে নি্ন কখন মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৯ সেপ্টেম্বর ২০২২:


আরও সাতদিন হাওড়া-বর্ধমান শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর  থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। সেইসঙ্গে মেন লাইনে একাধিক ট্রেন মেমারি এবং কর্ড লাইনে মসাগ্রাম পর্যন্ত যাবে। মেমারি এবং মসাগ্রাম থেকে বিশেষ ট্রেন হিসেবে ফিরবে।

জেনে নিন কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে?
হাওড়া-বর্ধমান শাখা (মেন লাইন): ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮, ৩৭৮৪০, ৩৭৮৪২, ৩৭৮৪৪ (SAE) এবং ৩৭৮৪৬ (SAO)।
হাওড়া-বর্ধমান শাখা (কর্ড লাইন): ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩৬৮৪২ এবং ৩৬৮৪৪।
কোন কোন হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনের (মেন লাইন) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে?
৩৭৮২৫: সকাল ১০ টা ৫ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে সকাল ১১ টা ৫২ মিনিটে।
৩৭৮২৭: হাওড়া থেকে সকাল ১১ টা ২৫ মিনিটে ট্রেন ছাড়বে। দুপুর ১ টা ৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
৩৭৮২৯: বেলা ১২ টা ৩০ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে দুপুর ২ টো ১৩ মিনিটে।
৩৭৮৩১: হাওড়া থেকে দুপুর ২ টো ২০ মিনিটে ট্রেন ছাড়বে। বিকেল ৪ টে ৩ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
৩৭৮৩৩ (SAO): দুপুর ২ টো ৫২ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে বিকেল ৪ টে ৩৭ মিনিটে।
৩৭৮৩৫ (SAE): হাওড়া থেকে দুপুর ২ টো ৫৫ মিনিটে ট্রেন ছাড়বে। বিকেল ৪ টে ৩৭ মিনিটে মেমারিতে পৌঁছাবে।
৩৭৮৩৭: দুপুর ৩ টে ৩০ মিনিটে হাওড়া থেকে ট্রেন ছাড়বে। মেমারিতে পৌঁছাবে বিকেল ৫ টা ৮ মিনিটে।’


কখন মেমারি-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে (মেন লাইন)?
বেলা ১২ টা ৫ মিনিট।
দুপুর ১ টা ২০ মিনিট।
দুপুর ২ টো ২৫ মিনিট।
বিকেল ৪ টে ২০ মিনিট।
বিকেল ৪ টে ৫০ মিনিট।
বিকেল ৪ টে ৫০ মিনিট।
বিকেল ৫ টা ২০ মিনিট।


কোন কোন হাওড়া-মসাগ্রাম লোকাল ট্রেনের (মেন লাইন) যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে?
৩৬৮২৫: সকাল ১১ টা ২২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে পৌঁছাবে দুপুর ১ টা ৮ মিনিটে।
৩৬৮২৭: হাওড়া থেকে ছাড়বে বেলা ১২ টা ৫ মিনিটে। দুপুর ১ টা ৩৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
৩৬৮২৯: দুপুর ১ টা ৩২ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। মসাগ্রামে দুপুর ৩ টে ১১ মিনিটে পৌঁছাবে।
৩৬৮৩১: হাওড়া থেকে দুপুর ২ টো ৪৫ মিনিটে ছাড়বে। বিকেল ৪ টে ১৫ মিনিটে মসাগ্রামে পৌঁছাবে।
কখন মসাগ্রাম-হাওড়া স্পেশাল ট্রেন ছাড়বে (কর্ড লাইন)?
দুপুর ১ টা ২০ মিনিট।
দুপুর ১ টা ৪৫ মিনিট।
দুপুর ৩ টে ২৫ মিনিট।
বিকেল ৪ টে ২৫ মিনিট।

Related posts

৪১ কেজি গাঁজা সমেত ২ মহিলা সহ ৩ জন গ্রেপ্তার বর্ধমানে

E Zero Point

পূর্বস্থলীতে ঐতিহ্যশালী কার্তিক পুজো

E Zero Point

লক্ষী পুজোর আগে ফলের বাজার আকাশ ছোঁয়া কান্দিতে

E Zero Point

মতামত দিন