29/09/2023 : 12:19 PM
আমার বাংলাউত্তর বঙ্গকোচবিহার

মহকুমা হাসপাতালের উন্নত পরিষেবার দাবীতে ডেপুটেশন

জিরো পয়েন্ট নিউজ – বিশ্বজিৎ রায়, কোচবিহার, ১৬ সেপ্টেম্বর ২০২২:


মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি পরিষেবা চালু, ব্লাড ব্যাংক চালু, ডিজিটাল এক্সরে , এমআরআই, সিটি স্ক্যান পরিষেবা চালু, সমস্ত রকম ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা, রক্তের সমস্ত রকম পরীক্ষা সরকারিভাবেই করা, পর্যাপ্ত পরিমাণে নার্স ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, প্রতিটি বিষয়ের ডাক্তারকে প্রতিদিন রোগী দেখা সহ মোট আট দফা দাবিতে হাসপাতালের সুপারকে স্মারকলিপি প্রদান করল যুব সংগঠন অল ইন্ডিয়া ডি ওয়াই ও।

এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মেখলিগঞ্জ ব্লক আহ্বায়ক রঞ্জিত কুমার রায় সতুরাম রায় তরুণ বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দ হাসপাতালের সুপার দাবি পূরণের আশ্বাস দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ জানান দাবিগুলি অবিলম্বে পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Related posts

বয়স্ক নাগরিকদের দুয়ারে ভ্যাকসিন

E Zero Point

মেমারি কি জুয়াড়িদের দখলে? আবার গ্রেপ্তার ৪

E Zero Point

মেমারিতে সংযুক্তমোর্চার রোড শোতে অভিনেতা সব্যসাচী চক্রবর্তী

E Zero Point

মতামত দিন