21/03/2023 : 12:01 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানশক্তিগড়

বড়শুল তৃণমূল যুব কংগ্রেসের রক্তদান শিবির

জিরো পয়েন্ট নিউজ – অর্ঘ্য ব্যানার্জি, শক্তিগড়, ২৬ অগাষ্ট ২০২১:


সোমবার পূর্ব বর্ধমানের দু’নম্বর ব্লকে  বড়শুল তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করা হয় । এই দিন বিধায়ক নিশীথ কুমার ফ্ল্যাগ হোস্টিং করে শুভ সূচনা করেন।

রক্তদান শিবিরে বর্ধমান দু’নম্বর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি  অরুণ গোলদার মহাশয় ও পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সৌভিক পান ও বড়শুল দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রমেশ চন্দ্র সহ অন্যান্যরা।

৫০ জন রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। প্রত্যেক রক্তদাতার হাতে কিছু ছোট চারা গাছ তুলে দেওয়া হয় ।

Related posts

গোষ্ঠী সংঘর্ষে এক মৃত‍্যু, ব‍্যাপক উত্তেজনা বর্ধমান শহরে লক্ষীপুর মাঠ এলাকায়

E Zero Point

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাইক র‍্যালি

E Zero Point

অনুব্রত মন্ডললের জামিন মঞ্জুর

E Zero Point

মতামত দিন