04/05/2024 : 3:38 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মেমারিতে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে অশান্তিঃ যারা ঝামেলা করছিলেন তারা তৃণমূলের কেউ নন – মন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ–অনন্যাসাঁতরা পাল, সাতগেছিয়া, ২৩ জানুয়ারী ২০২৩:


দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে অশান্তির ঘটনার পর সাংবাদিক বৈঠক করলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী । প্রসঙ্গত ২২ জানুয়ারি মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া দুই গ্রাম পঞ্চায়েতের বরুয়া এলাকায় দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে দিদির দূত হিসাবে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ এলাকার নেতৃত্বরা যান ।

সেখানে দলের মধ্যে গোলমাল শুরু হয় । ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় । তবে এ বিষয়ে দলের পদাধিকারীদের একাংশ জানিয়েছেন যারা ঝামেলা করছিলেন তারা তৃণমূলের কেউ নন । তবে এই ঘটনায় যদি দলের কোন ব্যক্তির মদত থাকে তাহলে দল তা মেনে নেবে না ।  জানা যায় ইতিমধ্যেই এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মেমারি থানায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সোমবার সন্ধ্যায় সাতগেছিয়াতে বিধায়কের দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরী। এদিনের এই বৈঠকে দলের সকল স্তরের পদাধিকারীরা উপস্থিত ছিলেন ।

Related posts

অতিথির মতো নদীভাঙন এবারও তামঘাটায়

E Zero Point

সামাজিক সচেতনতা প্রচারে মেমারি থানা

E Zero Point

২০ বছর ধরে স্বপ্নাদেশে রক্ষাকালীর পুজো হয়ে আসছে মঙ্গলকোটে

E Zero Point

মতামত দিন