19/04/2024 : 9:42 AM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

ভারতীয় কমিক স্ট্রিপঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩৩ (পঞ্চম সপ্তাহ)

কুইজের খোঁজ খবরঃ ৩৩

১৯৭৮ সালে আজকের দিনে আমেরিকান কার্টুনিস্ট জিম ডেভিস একটি কমিক স্ট্রিপ শুরু করেন যেটি ক্রমশঃ এতই বিখ্যাত হয়ে ওঠে যে ২০১৩ সালে এটি সারা পৃথিবীতে প্রায় ২৫৮০ টি সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত হতে থাকে যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে জায়গা করে নেয়। কমিক স্ট্রিপটির নাম গারফিল্ড। আমেরিকা ও ইউরোপে কমিক স্ট্রিপের চল প্রচুর, এই ধরণের অনেকগুলি কমিক স্ট্রিপই বেশ জনপ্রিয় হয়েছে সেখানে। গারফিল্ডের মত গগনচুম্বী সাফল্য না থাকলেও ভারত তথা বাংলাতেও অনেক কার্টুন স্ট্রিপ বিভিন্ন সময়ে প্রকাশিত হয়েছে, যদিও চরিত্রগতভাবে এগুলি আমেরিকান কমিক স্ট্রিপ থেকে অনেকটাই আলাদা। আজ থাকল তাদেরই কয়েকটির খোঁজখবর।

আজকের বিষয়ঃ ভারতীয় কমিক স্ট্রিপ

১। ডায়মন্ড কমিকস থেকে প্রকাশিত ‘চাচা চৌধুরী’-র রচয়িতা কে?
– প্রাণ কুমার শর্মা

২। ইন্দ্রজাল কমিকস থেকে প্রকাশিত ‘বাহাদুর’ চরিত্রটির স্রষ্টা কে?
– আবিদ সুরতি

৩। রাজ কমিকস থেকে ১৯৮৬ সালে প্রকাশিত একটি সর্প-মানব চরিত্রের স্রষ্টা চারজন ব্যক্তি- রাজকুমার গুপ্তা এবং তাঁর তিন পুত্র মনোজ গুপ্তা, সঞ্জয় গুপ্তা ও মনীষ গুপ্তা। চরিত্রটির কি নাম?
– নাগরাজ

৪। ১৯৮৭ সালে রাজ কমিকস থেকে প্রকাশিত ‘প্রতিশোধ কি জ্বালা’ গল্পের মাধ্যমে অনুপম সিনহা সৃষ্ট কোন চরিত্রটি আত্মপ্রকাশ করে?
– সুপার কম্যান্ডো ধ্রুব

৫। অমর চিত্র কথা মিডিয়ার অধিগৃহীত পাক্ষিক শিশু পত্রিকা Tinkle-এর সবথেকে জনপ্রিয় চরিত্র ‘সুপন্ডি’ (Suppandi)। এটির স্রষ্টা কে?
– Ram Waeerkar

৬। ১৯৬৭ সালে ভারতীয় ইতিহাস ও পুরাণ নির্ভর কমিক স্ট্রিপ ‘অমর চিত্র কথা’ শুরু করেন কে?
– অনন্ত পাই

৭। টার্গেট ম্যাগাজিনে প্রকাশিত ‘ডিটেকটিভ মুছওয়ালা’ কমিক স্ট্রিপের স্রষ্টা কে?
– অজিত নিনান

৮। ‘ডোগা’ চরিত্রটির স্রষ্টা কারা?
– তরুণকুমার ওয়াহি, সঞ্জয় গুপ্তা ও চিত্রায়নে ছিলেন মনু

৯। নারায়ণ দেবনাথ সৃষ্ট ‘বাঁটুল দি গ্রেট’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
– শুকতারা, দেব সাহিত্য কুটির

১০। নিজেরই সৃষ্ট ‘হাঁদা-ভোঁদা’ চরিত্রটির অনুকরণে নারায়ণ দেবনাথ আারেকটি কমিক স্ট্রিপ তৈরি করেন যা নিয়মিত ভাবে শিশুদের মাসিক পত্রিকা ‘কিশোর ভারতী’-তে প্রকাশিত হত। এই কমিক স্ট্রিপটির নাম কি?
– নন্টে আর ফন্টে


পাঠকের জন্য প্রশ্নঃ


শ্রীমতিজী, পিঙ্কি, বিল্লু চরিত্রগুলি কার সৃষ্টি?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition


কুইজ প্রতিযোগিতা-৩২ – উত্তর


প্রশ্নঃ লর্ড ডালহৌসি প্রণীত কোন নীতি মোতাবেক গঙ্গাধর রাও মারা যাওয়ার পর তাঁর দত্তক পুত্র দামোদর রাওকে ঝাঁসির সিংহাসনের উত্তরাধিকারী বলে মানতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজী হয়নি?
উত্তরঃ – স্বত্ত্ববিলোপ নীতি

আগামী কাল শনিবার শুরু হবে শুধুমাত্র কিশোর কিশোরীদের জন্য কুইজ প্রতিযোগিতা আপানার নিজের সন্তান ও আত্মীয় স্বজনকের অংশগ্রহণ করতে বলুন।

আগামী রবিবার গত ৫ দিনের প্রশ্নাবলী থেকে প্রশ্ন করা হবে। অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাই।

সঠিক উত্তরদাতা


সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


১০১ টাকা শুভেচ্ছা স্বরূপ  সাপ্তাহিক বিজয়ী মুস্তাক মুর্শেদ-কে দেওয়া হল। অভিনন্দন…

Related posts

সুপ্রভাত, শুভ হোক সবকিছু…..

E Zero Point

ভারতের অভয়ারণ্য (পর্ব-৫) :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৮ (চর্তুথ সপ্তাহ)

E Zero Point

শুক্রবারের পাঁচমিশালিঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৪৭ (অষ্টম সপ্তাহ)

E Zero Point

মতামত দিন