24/04/2024 : 10:45 PM
ই-জিরো পয়েন্টকুইজপ্রতিযোগিতা

প্রশান্ত চন্দ্র মহলানবীশঃ কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-৩৯ (সপ্তম সপ্তাহ)


কুইজের খোঁজ খবরঃ ৩৯

বিখ্যাত বিজ্ঞানী ও পরিসংখ্যান ও সংখ্যাতত্ত্ববিদ প্রশান্ত চন্দ্র মহলানবীশ আজকের দিনে জন্মগ্রহণ করেন। Mahalanabis Distance-এর আবিস্কারক ছাড়াও তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম পঞ্চবর্ষীয় পরিকল্পনা কমিশনের সদস্য ও Indian Statistical Institute-এর অন্যতম প্রতিষ্ঠাতা। পরিসংখ্যান ও সংখ্যাতত্ত্বে বিবিধ অবদানের জন্য তাঁকে ভারতের Modern Statistics-এর জনক বলা হয়।

আজকের বিষয়ঃ প্রশান্ত চন্দ্র মহলানবীশ

১। প্রশান্ত চন্দ্র মহলানবীশ কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
– ১৮৯৩ সালে, কোলকাতার ২১০, কর্ণওয়ালিশ স্ট্রীটের বাড়িতে

২। প্রেসিডেন্সী কলেজে তাঁর শিক্ষক ছিলেন দু’জন বিখ্যাত বাঙালি বিজ্ঞানী। তাঁরা কারা?
– জগদীশ চন্দ্র বোস ও প্রফুল্লচন্দ্র রায়

৩। প্রশান্ত চন্দ্র মহলানবীশ কবে Indian Statistical Institute প্রতিষ্ঠা করেন?
– ১৭ ই ডিসেম্বর, ১৯৩১

৪। Mahalanabis Distance পরিমাপক তত্ত্বের আবিষ্কার কত সালে হয়?
– ১৯৩৬

৫। প্রশান্ত চন্দ্র মহলানবীশ কবে লন্ডনের Royal Society-র ফেলো হন?
– ১৯৪৫

৬। কোন বিখ্যাত কবির বিদেশযাত্রার সময় প্রশান্ত চন্দ্র মহলানবীশ সেক্রেটারী হিসাবে কাজ করেছেন?
– রবীন্দ্রনাথ ঠাকুর

৭। কত সালে প্রশান্ত চন্দ্র মহলানবীশ Indian Science Congress-এ সভাপতিত্ব করেন?
– ১৯৫০

৮। ভারত সরকারের পক্ষ থেকে তাঁর জন্মদিনটিকে কি হিসাবে পালন করা হয়?
– National Statistical Day

৯। ২০১৫ সালে নির্মিত কোন চলচ্চিত্রটি তাঁর জীবনের উপর আধারিত?
– The Man Who Knew Infinity

১০। প্রশান্ত চন্দ্র মহলানবীশের কততম জন্মদিনে গুগলের তরফে doodle -এর মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়?
– ১২৫ তম জন্মদিনে, ২০১৮ সালে


পাঠকের জন্য প্রশ্নঃ


প্রশান্ত চন্দ্র মহলানবীশ কবে ভারতের দ্বিতীয় সর্ব্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম বিভূষণ পুরস্কার পান?

নিয়মাবলীঃ

১) সবথেকে প্রথম দশজনের সঠিক উত্তর আমরা গ্রহণ করবো।
২) প্রশ্ন সহ ও আপনার উত্তর টাইপ করে পাঠাবেন।
৩) আপনার নাম, ঠিকানা ও ছবি পাঠাবেন।
৪) প্রতিদিন প্রথম ১০জন সঠিক উত্তরদাতার নাম ও ছবি প্রকাশিত হবে।
৪) প্রতি সপ্তাহে সবথেকে বেশি উত্তরদাতার জন্য থাকবে ই-শংশাপত্র ও আকর্ষণীয় পুরস্কার।
৫) আপনার উত্তর রাত ১২টার মধ্যে ওয়াটসঅ্যাপ করতে হবে (দৈনিক কুইজ প্রতিযোগিতার ক্ষেত্রে)
রবিবাসরীয় ও ছোটদের প্রতিযোগিতার সময়সংক্রান্ত নিয়ম সেই দিনে দেওয়া হবে।


ওয়াটসঅ্যাপ এই ভাবে করুনঃ
# কুইজ প্রতিযোগিতা নং-
# উত্তর
# আপনার নাম
# আপনার ঠিকানা
# আপনার ছবি

ওয়াটসঅ্যাপ 7797331771


জিরো পয়েন্ট কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিস্তারিত তথ্যঃ

১) দৈনিক কুইজ প্রতিযোগিতা ( সোম থেকে শুক্রবার)
প্রতিদিন বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যের সাথে শেষে পাঠকের জন্য একটি প্রশ্ন থাকবে তার উত্তর দিতে হবে।

২) ছোটদের কুইজ প্রতিযোগিতা (শুধু মাত্র শনিবার)
শনিবারে শুধুমাত্র শিশু-কিশোরদের জন্য সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতা

৩) রবিবাসরীয় কুইজ প্রতিযোগিতা (রবিবার)
সোম থেকে শুক্রবার কুইজের খোঁজ খবর থেকে বাছাই করা ১০ টি প্রশ্ন রবিবারে দেওয়া হবে

৪) প্রতিদিন দুপুর ১২টায় কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা ওয়েবসাইটে প্রকাশ করা হবে
https://ezeropoint.net/news/category/e-zero-point/competition




সঞ্চালকঃ অপূর্ব কুমার সু (মোবাইল- ৯৪৭৭০০৫৮৭৯)


 

 

Related posts

অনলাইনে নজরুল জয়ন্তীঃ সম্প্রীতির নজরুল – প্রথম পর্ব

E Zero Point

ফিরে দেখাঃ শব্দগুচ্ছ যা অনুপ্রেরণা দেয় চলার পথে

E Zero Point

বিশ্ব পরিবেশ দিবস :~কুইজের খোঁজ খবর ও প্রতিযোগিতা-২৩ (চর্তুথ সপ্তাহ)

E Zero Point

মতামত দিন