01/05/2024 : 10:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগে বিজেপির পথ অবরোধ

সত্যনারায়ন সিকদারঃ বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ তুলে ও তাঁর প্রতিবাদে পথ অবরোধে সামিল হলেন বিজেপি নেতা-কর্মীরা |
আজ পূর্বস্থলী ১নং ব্লকের জাহান্নগর পঞ্চায়েতের অন্তর্গত সুলন্টুতে পথ অবরোধ করে বিজেপি কর্মী সমর্থক | এদিনের এই পথ অবরোধ ও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক বিধান ঘোষ মন্ডল সভাপতি সৈকত বণিক সহ আরো অনেকে |
প্রসঙ্গত, এদিন সকালে প্রাতভ্রমণে বেরিয়ে কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার একটি চায়ের দোকানে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | সেখানে দলীয় নেতা কর্মীদের নিয়ে তাঁর চায়ে পে চর্চা কর্মসূচীতে যোগ দেওয়ার কথা ছিল | কিন্তু দিলীপ বাবু ওই চায়ের দোকানে ঢোকার মুখে বেশ কয়েকজন দুষ্কৃতীর মাধ্যমে বাধাপ্রাপ্ত হন বলে অভিযোগ | এমনকি তাদের ধাক্কাধাক্কি দেওয়া থেকে শুরু করে বেশ কয়েকটি গাড়ি ভাঙ্গার অভিযোগ রয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে | তারই প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে বিজেপির বিক্ষোভ কর্মসূচি |
এদিনের হামলার ঘটনায় রাজ্যের শাসকদলকে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছে বিজেপি | ঘাস ফুল শিবিরের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগ করেছেন দিলীপ ঘোষ | তিনি বলেছেন, “ভাঙরের ওই এলাকায় তৃণমূল কখনই বিরোধী নেতাকে ঢুকতে দেয় না | তাই এই হামলা | তবে এসব তো হতে দেওয়া যায় না |’’
এদিন এলাকা ছেড়ে বেরনোর সময় দিলীপ ঘোষ জানিয়ে দেন, তিনি ফের এখানে আসবেন | পরে রাজ্য বিজেপি সভাপতিকে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে নিয়ে যাওয়া হয় |
তবে আজকের এই পথ অবরোধ কিছুক্ষণ চলার পর প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় |

Related posts

মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু এক মহিলার

E Zero Point

বর্ধমান শহরে আবার বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা

E Zero Point

গলসিতে ২০ বছরের যুবক করোনা পজিটিভ

E Zero Point

মতামত দিন