26/04/2024 : 11:14 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারি দুর্গাপুর অঞ্চলের প্রায় ২৫০জন সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান

সত্যনারায়ন সিকদারঃ একুশের বিধানসভা কে পাখির চোখ করে প্রতিটা রাজনৈতিক দলই যে যার মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে | সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে দল ভাঙানোর কাজ | কোথাও দেখা যাচ্ছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছে আবার কোথাও বা গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে |
তবে আজ মেমারি ১নং ব্লকের দুর্গাপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসার পর
অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে বঙ্গ বিজেপিতে যোগদান করল | একদা সিপিএমের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত ছিল মেমারি | একাধিক ইতিহাসের সাক্ষী এই মেমারি শহর | একটা সময় বিনয় কুমারের মতো হেভিওয়েট বামপন্থী নেতা উঠে এসেছে এই মেমারি শহর থেকে | যদিও পরিবর্তনের পর মেমোরি ১নং ব্লকে ধীরে ধীরে সাংগঠনিক শক্তি মজবুত হয় শাসকদল তৃণমূলের | এবার সেই তৃণমূলের শক্ত ঘাঁটিতেই থাবা বসাল বিজেপি | বিজেপিতে যোগ দিলেন প্রায় আড়াইশো জন সিপিএম ও তৃণমূল কর্মী সমর্থক | প্রত্যেকেরই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
আর সেই অভিযোগে মেমারি ১নং ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের প্রায় ২৫০জন সিপিএম ও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন |
রাজ্য নেতা ভীষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের চোটখণ্ড গ্রামের ফুটবল মাঠে খোলা মঞ্চ থেকে বিভিন্ন দল ছেড়ে চলে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির ২৬ নম্বর জেলা পরিষদের সভাপতি সুশীল মন্ডল |
উপস্থিত ছিলেন, বর্ষিয়ান নেতা শৈলেন বিশ্বাস, চন্দ্রশেখর সাউ, ইব্রাহিম শেখ, কালিদাস সহ আরও অনেকে বিজেপি নেতা কর্মীরা |
এই খোলা মঞ্চ থেকে ভীষ্মদেব ভট্টাচার্য বলেন , তৃণমূলের তোলাবাজি, ১০০দিনের দুর্নীতি, আমফান ঝড়ের দুর্নীতি, এলাকার মানুষ তৃণমূলকে আর চাইছে না | তাই আজ তারা অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান করল | যোগদান পর্ব শেষে তারা স্লোগান দিতে দিতে চো্টখন্ড গ্রামের বিভিন্ন স্থান পরিক্রমা করে।

Related posts

গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মেমারিতে

E Zero Point

রেকর্ড সংখ্যক আক্রান্ত ৪৪৮, করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল পূর্ব বর্ধমান

E Zero Point

তিরুপতি কোল্ডস্টোরেজঃ ক্ষতিপূরণের দাবীতে হাইওয়ে অবরোধ চাষীদের

E Zero Point

মতামত দিন