16/04/2024 : 9:47 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানরায়না

কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল রায়নায়

নিজস্ব সংবাদদাতা, রায়নাঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে , পেট্রোল – ডিজেলের লাগাতার মূল্য বৃদ্ধি , রেলের বেসরকারী করন, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং কো-অপেরাটিভ ব্যাঙ্ক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আজ রায়না বিধানসভার ২৮৬টি বুথে এক যোগ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে তৃণমূলের অজস্র কর্মী ও সমর্থক যোগ দিয়ে প্রতিটি বুথের মানুষদের কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সম্পর্কে সচেতন করেন। রায়নার বেলসড়া গ্রামে বিধায়ক নেপাল ঘরুই-এর নেতৃত্বে এই ধিক্কার মিছিল করা হয়।

Related posts

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল

E Zero Point

আমফান মামলায় বিভাগীয় প্রধান সচিব কে তলব হাইকোর্টের

E Zero Point

সাতসকালে যাত্রীবোঝাই বাস নেমে গেল নয়ানজুলিতে, আহত ৫

E Zero Point

মতামত দিন