29/11/2023 : 4:26 AM
আমার বাংলা

মেধাবী ছাত্র শেখ সাবীর হোসেন চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

জিরো পয়েন্ট নিউজ – অনন্যাসাঁতরা পাল, মৃত্যুঞ্জয় যশ, মেমারি, ১৫ ডিসেম্বর ২০২২:


মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত বোহার সংলগ্ন মিনাপুরের বাসিন্দার।

শেখ সাবীর হোসেন বয়স ২৬ (26) বছর বর্তমানে কঠিন রোগে আক্রান্ত হয়ে কলকাতায় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন।
এমত অবস্থায় চিকিৎসার খরচ জোগাতে হিপসিম খেতে হচ্ছে পরিবারকে।
সেই কারণে আর্থিক সাহায্যের আবেদন করছেন মেধাবী ছাত্রের বাবা।
প্রতিবেশী, পরিচিতি ,কিছু সহৃদয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাতেও সাবির হোসেন একটা অপারেশন হলেও এখনো একটি বড় অপারেশনের প্রয়োজন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এমত অবস্থায় চিকিৎসা খরচ কিভাবে জোগাড় হবে, তারকুল কিনাড়া পাচ্ছেন না ওই মেধাবী ছাত্রের পরিবার।
দীর্ঘ তিন মাস ধরে চিকিৎসা চলছে মেধাবী ছাত্র শেখ সাবীর হোসেনের। এমনটাই জানিয়েছেন মেধাবী ছাত্রের শিক্ষক।


ছোট থেকে মেধাবী ছাত্র হিসেবে পরিচিত সাবির। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য। তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিলেন মা। কিন্তু আজ সেই সাবির মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রতি মুহূর্তে। কান্নায় ভেঙে পড়লেন সাবিরের মা।পরিবারের একটাই দাবি তারা তাদের ছেলেকে ফিরে পেতে চান তাই চিকিৎসার জন্য যে কোন সহৃদয় ব্যক্তি,কোন সংস্থা বা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

Related posts

মেমারি শশীনারায় ভ্যানচালক দরিদ্র পিতার সন্তান, মাধ্যমিকে ১৬ তম স্থান

E Zero Point

খণ্ডঘোষ সি ডি পি ও-তত্ত্বাবধানে আলোচনা সভা

E Zero Point

বর্ধমানে নিরাপত্তারক্ষী নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন