27/04/2024 : 4:48 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল প্রযুক্তি

জিরো পয়েন্ট নিউজ – সুমন চক্রবর্তী, হুগলি, ২ জানুয়ারি ২০২৩:


হুগলী জেলার মধ্যে এই প্রথম প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে,স্মার্ট পদ্ধতিতে পড়াশোনা করার উদ্যোগ নেওয়া হলো।
সোমবার পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে পান্ডুয়ার বিডিও সাথী চক্রবর্তীর সহযোগিতায় শুরু হলো স্মার্ট বোর্ডে পড়াশোনা।


গ্রামের স্কুল ছুটদের আবার স্কুলমুখী করতে এই উদ্যোগ বলে জানা যায়। বাংলা মিডিয়াম স্কুল গুলিকেও অত্যাধুনিকের লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।


আজকের এই স্মার্ট ক্লাস রুমের ফিতে কেটে শুভ সূচনা করে পান্ডুয়ার বিডিও সাথী চক্রবর্তী। পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে আরো উপস্থিত হয়েছিলেন,এস আই ইটাচুনা, রিয়া ব্যানার্জি আই এস আই, পান্ডুয়া, আশীষ দাস আই এ আই, পান্ডুয়া ব্লক, সৌরভ পাল। হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

আজকের এই অনুষ্ঠান থেকে ২০২৩ বর্ষের সকল ক্লাসের মোট ৫৩৩ জন ছাত্রছাত্রীর হাতে বইও তুলে দেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে ।অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ জানান।

Related posts

বন্ধের সমর্থনে পূর্বস্থলীতে সিটুর মিছিল

E Zero Point

দামোদরেরতীরে কার্জন গেট !!!

E Zero Point

পূর্ব বর্ধমানের সাথীর নাচের তালে মাতল গোটা দেশ

E Zero Point

মতামত দিন