জিরো পয়েন্ট নিউজ – সেখ সামিন, পূর্ব বর্ধমান, ২ জানুয়ারি ২০২৩:
দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার খরচের দাবিতে পথ অবরোধে করল আহতের আত্মীয় পরিজনেরা সহ খাতড়ার দহলা অঞ্চলের কয়েকটি গ্রামের বাসিন্দারা। সোমবার সকাল ৭টা থেকে অবরোধ হয়েছিল খাতড়ার ধারগ্রাম মোড়ে। পুলিশের হস্তক্ষেপে সাড়ে ন’টা নাগাদ পথ অবরোধ উঠে।
অবরোধকারীদের দাবি, গত ৩০ শে ডিসেম্বর খাতড়ার ধারগ্রাম মোড়ে একটি চারচাকা গাড়ি খাতড়ার ডুমুরিয়া গ্রামের এক পথচলতি বৃদ্ধকে ধাক্কা মারে। পরে পুলিশ গাড়িটিকে আটক করে। ঘটনায় বৃদ্ধ গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য কলকাতায় বৃদ্ধকে নিয়ে যাওয়া হয়। সেই চিকিৎসার খরচ গাড়ির মালিক দেননি বলে অভিযোগ। সেই চিকিৎসার খরচের দাবিতে খাতড়ার ধারগ্রাম মোড়ে সকাল সাতটা থেকে অবরোধ চলছিল।
ঘটনাস্থলে উপস্থিত হয় খাতড়া থানার পুলিশ। অবরোধকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয়। দুর্ঘটনায় আহত ব্যক্তির নাতি জানান পুলিশের সঙ্গে আলোচনা হয়েছে পুলিশ খাতড়া থানায় গিয়ে আলোচনা করার জন্য অবরোধকারীদের সবাইকে ডেকেছে। ফলে সকাল সাড়ে নটা নাগাদ অবরোধ উঠে। অবরোধকারীরা আরো জানান থানায় গিয়ে আলোচনা হবার পর সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নেওয়া হয় বলে তারা জানিয়েছেন।