29/03/2024 : 2:41 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গনদীয়া

ঝুলন অনুষ্ঠানের সামাজিক বার্তা নদীয়ায়

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, নদীয়া, ৪ অগাষ্ট, ২০২০:


নদীয়া জেলার পলাশী পাড়া এলাকায় ঝুলন উৎসবেও মাস্ক পড়তে ও সামাজিক দূরত্ব মেনে চলবার বার্তা দিয়েছে কচিকাঁচারা। তাঁদের ঝুলনে পুতুলের মুখের মাস্ক পড়িয়ে ও দূরত্ব বজায় রেখে সাজানো হয়েছে পুতুল। এর মধ্য দিয়ে সচেতন করতে চাইছে আমজনতাকে। ঝুলন প্রাঙ্গণে ছোট ছোট প্লাকার্ড দিয়ে মানুষজনকে মাস্ক ব্যবহার করবার আবেদন জানিয়েছেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখবারও আহ্ববান জানানো হয়েছে।

Related posts

ভাতার ব্লক ও পঞ্চায়েত সমিতিতে সুভাষ উৎসব

E Zero Point

প্রাতঃভ্রমণে বেরিয়ে লরির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

E Zero Point

গোষ্ঠীদ্বন্দ্বের কারনে তৃণমূল পার্টি অফিসে পড়লো তিনটি তালা

E Zero Point

মতামত দিন