13/05/2024 : 4:58 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

ঐতিহাসিক লোহার ব্রিজ তৈরীর আগে পরিদর্শনে রাজ্যের মন্ত্রী

জিরো পয়েন্ট নিউজ–প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী,১ ফেব্রুয়ারি ২০২৪ :


ঐতিহাসিক গুরুত্ব সম্মিলিত বড়কোবলা এলাকায় চাঁদের বিলের উপরে লোহার ব্রিজ তৈরির কাজ হবে খুব শীঘ্রই, আর তা আজ সরজমিনে দেখতে এদিন বুধবার এলাকায় হাজির হলেন রাজ্যের প্রাণিসম্পদ দপ্তরের মন্ত্রী তথা এলাকার বিধায়ক স্বপন দেবনাথ। মূলত ঐতিহাসিকদের কথা অনুযায়ী চাঁদ সওদাগর মনসা দেবীকে পুজো না দিয়ে এই বীলের উপর দিয়েই তার ডিঙ্গা নিয়ে ব্যবসা করার জন্য গিয়েছিলেন,তখনই ডুবে যায় একটি ডিঙ্গা।  তারপর থেকেই এই বীলের নাম চাঁদের বিল, সেই বিলের উপর একটি ব্রীজ থাকলেও সেটি ভগ্নদশায় পরিণত হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় সাত কোটি টাকার ব্যয়ে প্রায় দু কিলোমিটার একটি রাস্তা সহ ব্রিজ নির্মাণ হবে। ইতিমধ্যেই টেন্ডার এবং ওয়ার্ক ওর্ডার তৈরি হয়ে গেছে।

আর তা দেখতেই এদিন হাজির হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা।

Related posts

রক্তদান শিবিরের আয়োজন করল গুসকরা পৌরসভা

E Zero Point

পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা “আঁচলের”

E Zero Point

মেধাবী ছাত্র শেখ সাবীর হোসেন চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

E Zero Point

মতামত দিন