07/05/2025 : 1:02 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

হেমতাবাদে বিধায়কের মৃত্যুতে মেমারি থানা ঘেরাও করে বিজেপির ডেপুটেশন

নিজস্ব সংবাদদাতা, মেমারি, ১৫ জুলাইঃ হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে পূর্ব বর্ধমানের মেমারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি। বুধবার সারা পশ্চিমবাংলা জুড়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপি দলের কর্মী-সমর্থকরা । বিধায়ক মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে ডেপুটেশন জমা দেন তাঁরা |


এদিন বিজেপির পক্ষ থেকে মেমারি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি | প্রথমে তারা থানার সামনে কিছুক্ষণ জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর প্রায় হাজার খানেক বিজেপি কর্মী সমর্থক থানার সামনে এসে জড়ো হয় | কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে থানা চত্বরে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী |
এদিকে, বিজেপির থেকে আটজনের জনের একটি প্রতিনিধি দল থানার ভিতরে ঢুকে আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং দাবিপত্র জমা দেন | এই কর্মসূচি ঘিরে মেমারি থানায় ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়। বিজেপি নেতাদের বক্তব্য, ‘হেমতাবাদের বিধায়ককে খুন করা হয়েছে৷ এর সঙ্গে যুক্ত রয়েছে শাসক দলের লোকেরা।’ অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তাঁরা।

Related posts

অদ্ভুত কান্ড মেমারিতেঃ হাতে ব্যথা রোগীর প্রেসক্রিপশনে লেখা হাঁটুর এক্স-রে

E Zero Point

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির ১৩ তম দিবার্ষিক জেলা সম্মেলন

E Zero Point

সম্প্রীতির লক্ষ্যে ঈদের খুশি ভাগ করে নিল মেমারি শহরের দুই তৃণমূল নেতা

E Zero Point

মতামত দিন