08/05/2024 : 11:19 PM
আমার বাংলাজামালপুরদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

জামালপুরে সভাস্থলে যাওয়ার পথে দিলীপ ঘোষকে কালোপতাকা

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, জামালপুর, ১০ অক্টোবর ২০২০:


আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে আজ এক কার্যকারিনী সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ | এই সভা শেষ করে তিনি জামালপুরের উদ্দেশ্যে এক কৃষক সমাবেশে উপস্থিত থাকার জন্য রওনা দেন | জামালপুর বিধানসভার সাহাপুর প্রগতি ময়দানে যাবার পথে রাস্তায় তাকে একদল লোক কালো পতাকা দেখাতে থাকে এবং গো ব্যাক স্লোগান দেয় |

ঘটনাস্থলে স্লোগান দেওয়া দু’ দলের মধ্যে উত্তেজনা ছড়ায় | পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবার আগেই পুলিশের তৎপরতায় বড় কোনও গোলমাল হয়নি | বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনার জন্য তৃণমূলের দিকেই আঙ্গুল তোলা হয়েছে | তারা এই মর্মে বলেছেন যে, দিলীপ ঘোষ সাহাপুরে প্রবেশের পথে তাকে কালোপতাকা দেখানোর সাথে সাথে তার গাড়ির ওপর ইটপাটকেল ছোড়া হয় |


তবে তৃণমূলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে এই ঘটনার জন্য তাদের কোনো কর্মী দায়ী নয় | সাধারণ মানুষ দিলীপ ঘোষকে কালোপতাকা দেখিয়েছে |
তবে এ ঘটনার পর তাদের তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে এক দল বিজেপি সমর্থকের বিরুদ্ধে |


এ ব্যাপারে দীলিপবাবু কে জিজ্ঞেস করা হলে, তিনি বলেন যে, প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো জায়গাতে তাতে কালো পতাকা দেখানো হয় | তাই তিনি বিষয়টিকে আমল দিতে নারাজ ।

Related posts

বর্ধমানে ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি তদন্তে কমিশন

E Zero Point

আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবস পালন মেমারিতে

E Zero Point

ড্যামেজ কন্ট্রোলে অভিষেক ব্যানার্জীঃ চাকরি প্রার্থীদের সাথে বৈঠকে বসবেন

E Zero Point

মতামত দিন