25/04/2024 : 10:33 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বিধানসভা ভোটের আগেই কালনা শান্তিপুর ব্রিজের জমিজট মেটাতে বৈঠক

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ১০ অক্টোবর, ২০২০:


কালনা শান্তিপুর ব্রিজের জমিজট বিধানসভা ভোটের আগেই কাটাতে চাইছে রাজ্য সরকার আর সেই কারণেই তড়িঘড়ি জমিদাতাদের নিয়ে হাঁসপুকুর এলাকায় সান্ধ্যকালীন বৈঠক সাড়লেন কালনা মহকুমা শাসক সুমন সৌরভ মোহান্তি। যদিও জমির দাম নিয়ে এখনও নানা মতবিরোধ রয়েছে জমিদাতাদের। লক ডাউনের পূর্বে ফেব্রুয়ারি মাসে লাস্ট মিটিং হওয়ার পর সেই ভাবে আর কোনও মিটিং অনুষ্ঠিত হয়নি। এর পর জমিদাতাদের জমির জট কাটাতে জমিদাতাদের মতামত জানতেই এই মিটিং। কিন্তু সঠিক দাম না নির্ধারণ হওয়ার কারণে এখনও পর্যন্ত কোনও জমিদাতা সেই ভাবে রাজি হচ্ছেন না। এ দিনের এই বৈঠক শেষে কালনার মহকুমাশাসক সুমন সৌরভ মোহান্তি তিনি জানান, যত দ্রুত সম্ভব কালনা শান্তিপুর ব্রিজ তৈরির জন্য মানুষের কনসান নেওয়া হচ্ছে।. জমির দাম নির্ধারণ করবে জেলা কমিটি। মানুষের মতামত নিয়েই জেলা পাঠানো হবে সেই রিপোর্ট। সেই মতো প্রাথমিক পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হল এ দিন।

Related posts

জাতপাতের ভেদাভেদের উর্ধ্বে হিন্দু ও মুসলিমের সম্প্রীতি সুর হরিনাম সেবায়

E Zero Point

মেমারিবাসীর জন্য একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতিঃ তৃণমূলের ইস্তাহার প্রকাশ মেমারিতে

E Zero Point

মেমারি এবিটিএর পক্ষ থেকে আর্থিক অনুদান রেড ভলান্টিয়ার্সদের

E Zero Point

মতামত দিন