06/05/2025 : 10:11 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

১৭ তম গণেশ পূজাতে মুখ্যমন্ত্রীর জয় লাভের জন্য যজ্ঞ

জিরো পয়েন্ট নিউজ, অমল চ্যাটার্জী, হুগলি,  ১০ সেপ্টেম্বর ২০২১:


শুক্রবার হুগলি জেলায় চিনসুরা বিধানসভা কেন্দ্রে বড় বাজার এলাকায় অর্থাৎ ২১ নম্বর ওয়ার্ডে গণেশ চতুর্থী পূজা অনুষ্ঠিত হলো। চিনসুরা বিধানসভা কেন্দ্রে সপ্তগ্রাম বিধানসভা তিন তিনবারের বিধায়ক তপন দাশগুপ্ত মহাশয় আজ গণেশ চতুর্থীর ১৭ বছরে পা দিল এই গণেশ পুজো। তিনি তার ২১ নম্বর ওয়ার্ডে অফিসের নিচে ১৭ বছর আগে গণেশ চতুর্থীর দিনে গণেশ ঠাকুর প্রতিষ্ঠা করেন।

সেই থেকে গণেশ চতুর্থীর আজ ১৭ বছরে পা দিলো তপন দাশগুপ্ত এর অফিস ঘরের গণেশ পুজো। সব থেকে বড় কথা আজ আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভবানীপুরের প্রার্থী আজ নমিনেশন ফাইল করেছেন। তিনি গণেশ ঠাকুরের পায়ের নিচে মমতা ব্যানার্জির বিশাল একটি ছবি রেখে যজ্ঞ শুরু করলেন যাতে ভবানীপুরে মুখ্যমন্ত্রী তার প্রতিদ্বন্দ্বী কে পরাজিত করতে পারেন।

শুধু তাই নয় তপনবাবু রাজ্যের মঙ্গল কামনায় এবং সাধারণ মানুষের মঙ্গল কামনায় এবং বিরোধীরা যারা আছেন তাদের মঙ্গল কামনায় আজ গণেশ চতুর্থী পুজোর দিনে যোগ্য করলেন। ভিড় ছিল চোখে পড়ার মতন।



Related posts

কৃতি ছাত্র ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান মেমারিতে

E Zero Point

জামালপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম দুই

E Zero Point

কারখানা খোলার দাবিতে পথ অবরোধ পূর্বস্থলীর তাঁতশ্রমিকদের

E Zero Point

মতামত দিন