01/12/2023 : 8:39 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমঙ্গলকোট

লাদাখে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিল মঙ্গলকোটের নতুনহাটে

আমিরুল ইসলামঃ গত ২১ জুন  সন্ধ্যায় নতুনহাট আমরা ক’জনের উদ্যোগে লাদাখে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে একটি মোমবাতি মিছিল বের হয়।মিছিল শুরু হয় নতুনহাট বাজার থেকে গোটা বাজার পরিক্রমা করে এই মিছিল। মিছিলের শেষে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদ বেদিতে মাল্যদান করেন স্থানীয় মানুষজন।পাশাপাশি পথচলতি মানুষদের চিনের দ্রব্য বর্জনের করার কথা জানান।

Related posts

বর্ধমানের খালেরপুরে পরিযায়ী শ্রমিকদের ফেরার পথে টিফিনের ব্যবস্থা

E Zero Point

বর্ধমান গ্রীন হান্টার, রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট ও দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় ত্রাণ বিতরণ

E Zero Point

অবৈধ দোকানপাটের উচ্ছেদ অভিযান

E Zero Point

মতামত দিন