29/03/2024 : 4:33 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বর্ধমানের কাঠগোলায় ভয়াবহ অগ্নিকান্ড

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, গলসি, ১৮ মার্চ ২০২১:


পূর্ব বর্ধমান জেলার গলসি থানার ইরকোনা এলাকায় বৃহস্পতিবারে ভোর রাতে একটি কাঠের গোলায় আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়।সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। সেই ইরকোনা এলাকার আগুন লাগার খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায় সেই অগ্নিকাণ্ডের কাঠগোলার মালিক আলাউদ্দিন মোল্লা জানিয়েছে, আগুনে প্রায় ৭লক্ষ টাকার কাঠ পুড়ে আগুনে পুরে ছারখার হয়ে গেছে।

তিনি আরো জানিয়েছেন যে গতকাল রাতে কাঠগোলায় তিনি অন্যান্য দিনের মতো সেই রাতেও শুয়ে ছিলেন, অন্য কেউ ছিলোনা। ভোর রাতে তিনি হটাৎ ধুঁয়া ও ধুঁয়ার আওয়াজ শুনতে ও বুঝতে পেরে বাইরে বেরিয়ে দেখেন দাউদাউ করে আগুন জ্বলছে। আলাউদ্দিন বলে কিভাবে এ আগুন লেগেছে সে ব্যাপারে সঠিকভাবে কিছু জানাতে পারেননি বলে জানা যায়।

এদিকে আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনতে দমকলের তিনটি ইঞ্জিন কে কাজে লাগাতে হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের প্রায় সকাল হয়ে যায়। সর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related posts

মেমারি থানা এলাকায় ১৬ জন করোনা পজিটিভ

E Zero Point

রাজ্যে ব্যাঙ্ক-বাজারের সময় বদল, করোনা নিয়ে বৈঠকে কি জানালেন মুখ্যমন্ত্রী

E Zero Point

কান্দি ব্লকে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের উদ্বোধন

E Zero Point

মতামত দিন