01/02/2023 : 1:44 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বালির জাল চালান তৈরির অভিযোগে গ্রেপ্তার-৪

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, পূর্ব বর্ধমান, ২৬ নভেম্বর ২০২২:


বালির জাল চালান তৈরির অভিযোগে ৪ যুবকে গ্রেপ্তার করল খন্ডঘোষ থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে পলেমপুর ও খেজুর হাটি এলাকা থেকে ঐ চার যুবকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের মধ্যে দুই যুবকের বাড়ি খন্ডঘোষের কেশবপুর ও খেজুরহাটি গ্রামে,অপর দুইজনের বাড়ি রায়নার জোৎসাদি ও বর্ধমানের লস্কর দিঘী বলে জানা গেছে।

ধৃত যুবকদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কয়েকটি মোবাইল সহ বালির বহু জাল চালান। ধৃতরা বেশ কয়েকটি জেলায় এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল বলে জানা গেছে। ধৃতদের সাথে কোনোও আন্তরাজ্য চক্র জড়িত আছে কিনা সেটা জানতে ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে আজ শুক্রবার। এই বিষয়ে খন্ডঘোষ থানায় সাংবাদিক বৈঠক করলেন এস ডি পি ও বর্ধমান সদর সাউথ সুপ্রভাত চক্রবর্তী, উপস্থিত ছিলেন সি আই সি সুব্রত ঘোষ,খন্ডঘোষ থানার ওসি সুব্রত বেড়া সহ অন্যান্যরা।


Related posts

বিজেপির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা কালনায়

E Zero Point

পুজোর সময় বস্ত্র বিতরণ মেমারির আমাদপুরে

E Zero Point

মানবাধিকার সচেতনতায় সাইকেল যাত্রায় মেমারির ৪ যুবক

E Zero Point

মতামত দিন