23/04/2024 : 8:33 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

নতুন ভবন উদ্বোধন দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের

জিরো পয়েন্ট নিউজ – কল্যাণ দত্ত, বর্ধমান, ২৬ জানুয়ারি ২০২২:


বুধবার ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দক্ষিণ দামোদর এলাকায় সেহারাবাজার মদিনা বাগে দক্ষিণ দামোদর প্রেসক্লাব এর নতুন ভবন উদ্বোধন হল । জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ও জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সভাপতি বৈদ্যনাথ কোনার । ফিতে কেটে প্রেস ক্লাবের ভবন উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের বিশিষ্ট সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায়।

অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছিলেন সাহিত্যিক রমজান আলী, বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবুদ্দীন, সিআইসি রজত কান্তি পাল , খণ্ডঘোষ থানার ওসি পুষ্পেন্দু জানা, মাধবডিহি থানার ওসি সুব্রত বেরা, রায়না-১ পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত, খন্ডঘোষ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য অপার্থীব ইসলাম, রায়না-২ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসীম পাল, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় ,বিজেপি নেতা অরুপ ভট্টাচার্য, সিপিআইএম নেতা কওসের আলী, কংগ্রেস নেতা শেখ শাহনাওয়াজ প্রমুখ।

এছাড়া বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, অনেক বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। দক্ষিণ দামোদর প্রেসক্লাবের সভাপতি বৈদ্যনাথ কোনার বলেন, আমরা দক্ষিণ দামোদর প্রেস ক্লাব ২০১৮ সালে প্রতিষ্ঠা করেছি এবং ২৬শে জানুয়ারি বুধবার আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন হলো। দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের দ্বারা কৃষ্টি-কালচার সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য । দক্ষিণ দামোদর প্রেসক্লাব দক্ষিণ দামোদর মানুষের সুখ-দুঃখের অংশীদার হবে।

বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক বলেন, দক্ষিণ দামোদর প্রেস ক্লাব গঠিত হয়েছে খুবই আনন্দের কথা ,দক্ষিণ দামোদর প্রেস ক্লাব গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে কাজ কাজ করছে ও করবে । জেলা পরিষদের অন্যতম সদস্য তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বলেন, সাংবাদিকতা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তারা নিরপত্তার সঙ্গে নিরপেক্ষ ভাবে সঠিক খবর পরিবেশন করবে এটা আমরা সকলে আশাবাদী। তিনি আরও বলেন, দক্ষিণ দামোদর প্রেস ক্লাব তাদের অনুষ্ঠান এমন একটা দিনে অনুষ্ঠিত করছে আমরা তাতে খুবই খুশি, কারণ ২৬শে জানুয়ারি একটা গর্বের দিন, এই দিনে আমাদের সংবিধান গৃহীত হয়।

বিশিষ্ট সাহিত্যিক রমজান আলী বলেন, দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সদস্যদের দ্বারা দক্ষিণ দামোদরের আমাদের কৃষ্টি-কালচার সংস্কৃতি-ঐতিহ্য স্বাধীনতা সংগ্রামী ধর্মমঙ্গল কাব্যের কবিদের কথা তুলে ধরা হবে এই কামনা করি। সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুবুদ্দীন বলেন, দক্ষিণ দামোদর প্রেস ক্লাব মানুষের কথা তাদের সমস্যার কথা তুলে ধরবে ।

দক্ষিণ দামোদরের ভূমিপুত্র তথা বিশিষ্ট সাংবাদিক প্রবীর চট্টোপাধ্যায় সঠিকভাবে সংবাদ পরিবেশন করার আহ্বান জানান । তিনি বলেন দক্ষিণ দামোদর হচ্ছে রত্নগর্ভা এখানে অনেক স্বাধীনতা সংগ্রামী কবি সাহিত্যিক বুদ্ধিজীবী জন্মগ্রহণ করেছেন শুধু জেলা নয় রাজ্য সহ দেশকে তারা সমৃদ্ধ করেছেন এই মাটিতে জন্ম গ্রহণ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে হয় ।

সিপি আই এম নেতা কওসের আলী আরামবাগ রোডের যানজট ,দক্ষিণ দামোদরের বাস শহরে ঢুকতে পারছেনা এই বিষয়ে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেন । সমাজের সমস্ত স্তরের মানুষ তথা শিক্ষক ,সমাজসেবী, সাংবাদিক , বিভিন্ন রাজনৈতিক দল ,সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে প্রেস ক্লাবের অনুষ্ঠানকে অন্যমাত্রায় নিয়ে যায়।

 

Related posts

দাদার পথই অনুসরণ করবোঃ মেমারিতে দাদার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস

E Zero Point

পথশ্রী অভিযান প্রকল্পের রাস্তা শিলান্যাস বাগিলায়

E Zero Point

দামোদর বাঁধ সংলগ্ন পলি মাটি এলাকায় আলু চাষই ভরসা চাষীদের

E Zero Point

মতামত দিন