24/04/2024 : 9:42 AM
আমার বাংলা

পার্থ চ্যাটার্জীকে বহিস্কার করা হোক দল ও মন্ত্রীসভা থেকেঃ তৃণমূলের অন্দরমহলে দাবী জোরালো

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, কলকাতা, ২৮ জুলাই ২০২২:


এবার বিরোধীদের গলায় গলা মেলালেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। বৃহস্পতিবার সকালে তিনি টুইট করেন, ‘পার্থ চট্টোপাধ্যায়কে অবিলম্বে মন্ত্রিত্ব এবং সমস্ত দলীয় পদ থেকে অপসারণ করতে হবে। তাকে বহিষ্কার করা উচিত। যদি এই বক্তব্য ভুল বলে মনে করা হয়, তাহলে আমাকে সব পদ থেকে সরিয়ে দেওয়ার অধিকার দলের রয়েছে। আমি তৃণমূলের একজন সৈনিক হিসাবে কাজ চালিয়ে যাব।’

অন্যদিকে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্যের টুইট করেছেন, ‘ঠাকুমা বলতেন, ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।’

তৃণমূল মুখপাত্র বিস্বজিৎ দেব বলেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের জন্য মানুষ তৃণমূলকে ভুল বুঝছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভাল কাজ করা সত্ত্বেও সেগুলো গুরুত্ব পাচ্ছে না। সবাই ভাবছেন তৃণমূলের সবাই টাকা লুকিয়ে রেখেছেন। তাই ওঁকে সরানো হোক। নির্দোষ প্রমাণিত হলে ফের স্বপদে, মন্ত্রিত্বে ফেরানো হবে।’

গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়কে কী মন্ত্রিত্ব ও দলীয় সব পদ থেকে সরানো হবে? এই জল্পনা চলছে। এসবের মধ্যেই আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক রয়েছে। পার্থকে বহিষ্কারে বিরোধীদের চাপ, দলের একাংশের নেতা, কর্মীদের দাবি ঘিরে এখন অস্বস্তিতে তৃণমূল।

Related posts

শ্রীধরপুর সমবায়ঃ ভোটে বাম বিজেপির মধ্যে সমঝোতার দাবী তৃণমূলের

E Zero Point

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

E Zero Point

বিধায়িকা নার্গিস বেগমের নেতৃ্ত্বে মেমারিতে প্রতিবাদ মিছিল ও প্রতীকি অবস্থান

E Zero Point

মতামত দিন