06/05/2025 : 10:26 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চাষিরা চরম সমস্যায় মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ, সাহিদুল ইসলাম, মেমারি,  ২৮ জুলাই ২০২২:


আমন চাষে ঠিকঠাকভাবে বৃষ্টি না হওয়ার ফলে আমন ধান রুইতে চাষিরা কিন্তু চরম সমস্যায় পড়েছেন। যেমনটা চাষিরা দাবি করেন যে পরিমাণ বৃষ্টিপাত এর প্রয়োজন আমন ধান চাষের ক্ষেত্রে এখনো পর্যন্ত তার এক পার্সেন্ট বৃষ্টি হয়নি মেমারি ২ ব্লকের কুচুট অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়।

যে এলাকায় সাবমারসিবল আছে কিছু কিছু জায়গায় কিন্তু সাবমারসিবল চালিয়ে চাষিরা চাষাবাদ শুরু করেছেন। একদিকে তাদের দাবি যেমনভাবে দিনে দিনে পেট্রোল ডিজেল দাম বৃদ্ধি চলেছে তার সাথে কিন্তু কেরোসিনের ও বিরাট দাম বৃদ্ধি হয়েছে যার ফলে তারা যে কেরোসিন চালিত পাম্প থেকে ছেজ দিয়ে চাষাবাদ করে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরো দাবি করেন দিনে দিনে চাষের ব্যবহারিত সারের দাম অনুসারী নিত্য প্রয়োজনীয় সামগ্রী জিনিসের দাম বৃদ্ধির ফলে চাষিরা সংকটের মধ্যে রয়েছেন আরো বড় বিষয় এভাবেই যদি মেঘে বৃষ্টি ঠিকঠাক না হতে থাকে তাহলে কিন্তু শস্যকলা বর্ধমান এ আমন ধান চাষের ক্ষেত্রে একটা বড় প্রভাব পড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে।

Related posts

পথে নেমে কালনা জুড়ে প্রতিবাদ

E Zero Point

বিভিন্ন দাবী নিয়ে পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ ও ডেপুটেশন মেমারি পৌরসভায়

E Zero Point

এবিটিএর পক্ষ থেকে ৫০ জন গরীব মানুষের পাশে মেমারিতে

E Zero Point

মতামত দিন