26/04/2024 : 12:54 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গবৈঁচিহুগলি

বেরেলা নবাঙ্কুর সংঘের পরিচালনায় রক্তদান শিবির বৈঁচিতে

নিজস্ব সংবাদদাতা, বৈঁচি, ১৬ জুলাইঃ লকডাউন এর ফলে সরকারি ব্লাড ব্যাঙ্ক গুলিতে তীব্র রক্ত সংকট চলছে। এই পরিস্থিতিতে হুগলি জেলার, পান্ডুয়া ব্লকের বৈঁচি অঞ্চলের সবুজ ঘেরা ছোট্ট একটি গ্রাম বেরেলা তে আজ এক রক্তদান শিবিরের আয়োজন হয়। চুঁচুড়া ব্লাড ব্যাংকের সহায়তায় ও বেরেলা নবাঙ্কুর সংঘের উদ্যোগে আজকের রক্তদান শিবিরের শিবিরে ৫০ জন রক্তদাতা রক্ত দান করেন।রক্তদান শিবির কে কেন্দ্র করে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ ও গৃহবধূদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রক্তদাতাদের উৎসাহ দিতে ও রক্তদানের প্রয়োজনীয়তা বোঝাতে আজকের শিবিরে উপস্থিত হয়েছিলেন লায়ন্স ক্লাব অফ পান্ডুয়া র সভাপতি লায়ন মুন্সী হাসান ও লায়ন মানিক চন্দ্র দাস। নবাঙ্কুর সংঘের সদস্য ভবানী ঘোষ জানান এই নিয়ে পরপর বারো বছর তারা একটানা রক্তদান শিবির আয়োজন করছেন। আগামী দিনেও তারা বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে নিজেদের যুক্ত রাখতে চান।

Related posts

পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ মানবতার জন্য রক্তদান

E Zero Point

তিন জন দুস্থ গরীব মানুষ পদপিষ্ট হয়ে মৃত্যু

E Zero Point

স্বাধীনতা দিবসে কোভিড যোদ্ধাদের সংবর্ধনা মেমারিতে

E Zero Point

মতামত দিন