02/05/2024 : 2:53 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানপূর্বস্থলী

বিজেপি সরকার ক্ষমতায় এলেই রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্পঃ বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক

জিরো পয়েন্ট নিউজ প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ৯ এপ্রিল ২০২১: 


পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড় পঞ্চায়েত এলাকার জালাহাটি, মোল্লার বিল, ভট্টাচার্য পাড়া সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার সারলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোটের ইশতেহার নিয়ে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে জনসংযোগ করলেন তিনি।

রাজীব বাবু তিনি এদিন জানান বিজেপি সরকার ক্ষমতায় আসার পরের দিন থেকেই এ রাজ্যের মানুষের জন্য চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। যেই প্রকল্পের মাধ্যমে মানুষ চেন্নাই, ইন্দোর, টাটা মেমোরিয়াল ক্যানসার হসপিটাল সহ বিভিন্ন নামীদামি হসপিটালে চিকিৎসার সুযোগ পাবে।

পাশাপাশি তিনি আরও বলেন এ রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ড একটি ঢপের কার্ড তাতে কোনো মানুষ সুযোগ সুবিধা পায় না। তৃণমূল সরকার মিথ্যাচার করছে এ রাজ্যের মানুষের সাথে। পাশাপাশি চাষিদের জন্য থাকবে কৃষক সম্মান নিধি প্রকল্প।

প্রার্থীর সাথে এদিন শুক্রবার দুপুরের এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন ৩৬ নং মন্ডল এর মন্ডল সভাপতি সুরজিত ঘোষ, মন্ডলের সাধারণ সম্পাদক অরবিন্দ সরকার, যুব মোর্চার জেলার কোষাধক্ষ্য কল্লোল ব্যানার্জি সহ আরো অনেকে।

Related posts

হুগলিতে মেডিক্যাল চেক-আপ ক্যাম্পের আয়োজন

E Zero Point

ভাতার থানার পুলিশের বড় সফলতা, গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার চার ডাকাত

E Zero Point

বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দেবীপুর পঞ্চায়েতে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি।

E Zero Point

মতামত দিন