28/03/2024 : 9:06 PM
খেলা

ইউএস ওপেনের ফাইনালে ওসাকা

চলতি ইউএস ওপেনের নারী এককে জয়ের ধারা অব্যাহত রেখেছেন জাপান তারকা নওমি ওসাকা। অসাধারণ লড়াই শেষে যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডিকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন টুর্নামেন্টের চতুর্থ বাছাই এই খেলোয়াড়।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসে বৃহস্পতিবার সেমি-ফাইনাল লড়াইয়ের প্রথম সেটটি দারুণভাবে জমে ওঠে। টাইব্রেকারে তাতে জয় নিশ্চিত করেন ওসাকা। কিন্তু দ্বিতীয় সেটে হেরে যান প্রতিযোগিতাটির ২০১৮ সালের চ্যাম্পিয়ন।

তবে খেই হারাননি। তৃতীয় সেটটি জিতে ৭-৬, ৩-৬, ৬-৩ গেমে জেনিফারকে হারিয়ে ফাইনালে উঠে যান ওসাকা। শনিবার ফাইনালে তার প্রতিপক্ষ হবে সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা মধ্যকার অপর সেমি-ফাইনালের বিজয়ী।

তাতে ৩৮ বছর বয়সী সেরেনা জয় পেলে যুক্তরাষ্ট্রের এই কিংবদন্তির বিপক্ষে টুর্নামেন্টটির ফাইনালে দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবেন দুটি গ্র্যান্ড স্ল্যাম জেতা ওসাকা।

২০১৮ সালে অসাধারণ এক ফাইনালে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা সেরেনাকে হারিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছিলেন জাপানের এই তরুণী।

Related posts

আইপিএল-এর পূর্ণাঙ্গ সময়সূচী প্রকাশ হলঃ ধোনি বনাম রোহিতের প্রথম ম্যাচ

E Zero Point

ইউএস ওপেনে তৃতীয় রাউন্ডে জোকোভিচ

E Zero Point

বাংলার হয়ে রৌপ্য পদক জয়লাভ পূর্ব বর্ধমানের কন্যার

E Zero Point

মতামত দিন