26/04/2024 : 7:20 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

করোনা টেষ্ট করুন, বিনামূল্যে ২ কিলো আলু নিয়ে যান

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক১৭ সেপ্টেম্বর, ২০২০:


করোনা আক্রান্তের গ্রাফে কোন বিশেষ পরিবর্তন না হলেও লকডাউন থেকে আনলক প্রক্রিয়া শুরু হতেই মানুষের মধ্যে করোনা সচেতনতার অভাব দেখা যাচ্ছে। বাজারে, দোকানে, রাস্তায় যেমন ভীড় বেড়েছে ঠিক তেমনই রাজনৈতিক দল কর্মসূচী এখন প্রতিদিনই দেখা যাচ্ছে। দুক্ষেত্রেই উধাও স্বাস্থ‍্য বিধি !

এই পরিস্থিতিতে পূর্ব বর্ধমানের পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি প্রতিদিনই কিভাবে মানুষকে সচেতন করা যায় তার নানাবিধ উপায় অবলম্বন করছেন। সমিতির  সাধারণ সম্পাদক সন্দীপন সরকার জানান, আলুর দাম করোনা আক্রান্তের সাথে পাল্লা দিয়ে উর্দ্ধমুখি। টেস্ট করানোর এখনও মানুষের মধ্যে অনীহা। টেস্টের উৎসাহ জোগানোর সাথে সাথে সাধারণ মানুষের সুরাহা করতে পল্লিমঙ্গল সমিতি অভিনব উদ্যোগ নিয়েছে।

বিনামূল্যে বা স্বল্প মূল্যে প্রতিদিন ৫০জনের হাতে ২কেজি করে আলু তুলে দেওয়া হবে। কোভিড টেস্ট করান বিনিময়ে ২ কেজি করে আলু পান বিনামূল্যে প্রথম ২৫জন প্রতিদিন। পরের ২৫জন মাত্র ১০টাকা কেজি দরে। আপাতত আগামী ৭দিন এই কর্মসূচি চলবে।

Related posts

শীতকালে চুপির পাখিরালয়ে পরিযায়ী পাখি দেখতে আগাম প্রস্তুতি

E Zero Point

“দলের টিকিট পেলে হয়তো তাকে মরতে হতো”- টিকিট না পাওয়ায় সুনীল মণ্ডলের প্রতিক্রিয়া

E Zero Point

রানিগঞ্জের এনএসবি রোডে ধ্বস

E Zero Point

মতামত দিন