06/05/2025 : 11:55 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে পূর্বস্থলীতে তৃণমূলের প্রতিবাদ সভা

জিরো পয়েন্ট নিউজ – রীতা ভট্টাচাৰ্য, কালনা, ২০ সেপ্টেম্বর, ২০২০:


কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে কালনা এক নম্বর ব্লকের অন্তর্গত পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার মধুপুর অঞ্চলে প্রতিবাদ সভা করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তিনি এ দিন বলেন আমন ঝড়, কালবৈশাখী ঝড় সহ মহামারী করোনাতে কী ভাবে মুখ্যমন্ত্রী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত আমফান এবং কালবৈশাখীর ক্ষতিপূরন পুরো টাকা রাজ্য সরকারকে এখনও প্রদান করেনি। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই প্রতিবাদ সভা এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, কালনা এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভানেত্রী শ্রাবণী পাল, যুবনেতা সৌরভ দেবনাথ সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমথকরা।

Related posts

বর্ধমানে তৃণমূলের রক্তদান শিবির

E Zero Point

বিজেপি সরকার ক্ষমতায় এলেই রাজ্যে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্পঃ বিজেপি প্রার্থী রাজীব ভৌমিক

E Zero Point

অসহায় মানুষদের কার্ড দিয়ে নিমন্ত্রণ করে অন্নসেবা

E Zero Point

মতামত দিন