21/05/2023 : 11:45 PM
আমার বাংলাগলসিদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

গলসীতে ৫৫০ জন তৃণমূল কর্মী বিজেপিতে

শেখ নিজাম আলমঃ আজ ভারতীয় জনতা পার্টির গলসী-২ জেড পি ২ এর খানো অঞ্চলের পক্ষ থেকে মণ্ডলের দুই সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস ও সাবির কাজীর নেতৃত্বে তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতির হবিবুর শেখ ও সঞ্জয় সাঁতরা এই দুজনের হাত ধরে খানো অঞ্চলের বিভিন্ন বুথ থেকে ৫৫০ জন সংখ্যালঘু ও এস.টি. ও এস.সি. সম্প্রদায়ের তৃনমুল কর্মীরা যোগদান করলেন। তারা জানান যে, তৃনমূলের অপশাসনের বিরুদ্ধে আজ ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হলো। ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হবার জন্য সকলকে গৈরিক অভিনন্দন জানিয়েছেন সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস। এই কার্যক্রমে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান সদর জেলার সাধারণ সম্পাদক  ডাঃ এস আর ব্যানার্জি, জেলার সহসভাপতি বিজন মণ্ডল, খণ্ডঘোষ বিধানসভার কনভেনার অরূপ ভট্টাচার্য ও মণ্ডল অবজারভার রাধাবিনোদ গোস্বামী ও জেলা কমিটির সদস্য বিপুল মাজি ও জেলা নেতৃত্ব ও মণ্ডল নেতৃত্ব ও যুব মোর্চার নেতৃত্ব ও অঞ্চলের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীবৃন্দ।

Related posts

দুয়ারে সরকারের পর এবার মেমারিতে দুয়ারে পাঠশালা

E Zero Point

শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে জনগণের বিক্ষোভ

E Zero Point

মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মঘাতী মঙ্গলকোটের যুবক

E Zero Point

মতামত দিন