10/05/2024 : 2:49 AM
আমার বাংলাউত্তর বঙ্গমালদহ

দুর্ঘটনায় মৃত দুই পরিবারের পাশে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি

জিরো পয়েন্ট নিউজ – সুমিত ঘোষ, মালদা, ৩ নভেম্বর, ২০২০:


দুর্ঘটনায় মৃত দুই পরিবারের হাতে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির উদ্যোগে তুলে দেওয়া হলো একজোড়া গবাদিপশু। সোমবার সন্ধ্যায় ইংলিশ বাজারের পার্বত্য এলাকায় দুই পরিবারের হাতে একজোড়া গবাদিপশু তুলে দেন ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ।
উল্লেখ্য গত ২৩ সেপ্টেম্বর ইংলিশ বাজারের পার্বত্য এলাকায় পুকুর নিয়ে বিবাদের জেরে খুন হয় অর্জুন ঘোষ এবং ফুলচাঁদ ঘোষ। পরিবারের দুই সদস্যের মৃত্যুর পর আর্থিকভাবে সংকটে পরেছিল এই দুই ঘোষ পরিবার। সেই কথা মাথায় রেখেই ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যরা উদ্যোগ নিয়ে এই দুই পরিবারের হাতে এক জোড়া গবাদিপশু তুলে দেয়ার উদ্যোগ নেই। তারই অংশ হিসেবে এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি লিপিকা বর্মন ঘোষ উপস্থিত হয়ে মৃতের পরিবারের হাতে একজোড়া গবাদিপশু তুলে দেন।

Related posts

শ্রীরাম মন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহের কমিটি গঠন বর্ধমানে

E Zero Point

মর্মান্তিক দুর্ঘটনা গুসকরায়

E Zero Point

কেডি সিং এর গ্রেপ্তারে খুশি ‘প্রতারিত’ ফেডারেশন নেতা

E Zero Point

মতামত দিন