29/03/2024 : 2:18 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

কৃষি আইনের বিরোধিতা করে ভাতারে বাম সংগঠনের পথ অবরোধ

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ১৯ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের সারা ভারত কিষান সভার পক্ষ থেকে ও নিত্য নন্দ পুর অঞ্চলের সহযোগিতায়
আজ বলগোনা বাজারে কৃষি আইনের বিরোধিতা করে পথ অবরোধ।

সারা ভরত কৃষক সভা (এআইকেএস) ভাতাড় ১ ব্লক কমিটির বলগোনা বাজারে মিছিল , ও ১০ মিনিট ধরে অবস্থান বিক্ষোভ,ও পথ অবরোধ করে ও বলগোনা বাসস্টান্ড মোরে। পরে একটি পথ সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন সারা ভারত কৃষক সভার পূর্ব বর্ধমান জেলা সম্পাদক ও সিপিআইএম রাজ্যকমিটির অন্যতম সদস্য সৈয়দ হোসেন,এছাড়াও বক্তব্য রাখেন সারা ভারত কৃষক ভাতাড় ১ ব্লক কমিটির সম্পাদক নজরুল হক এছাড়া উপস্থিত ছিলেন, কৃষক নেতা সুভাষ মন্ডল, বামাচরণ ব্যানার্জী, কবিরুল ইসলাম।

এছাড়াও তারা দাবি জানাই আয়করের আওতাভূক্ত নয়, এমন প্রতিটি পরিবারের জন্য প্রতি মাসে নগদ ৭৫০০ টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। কৃষকদের ন্যায্যমূল্যে ধান কিনতে হবে তাড়াতাড়ি এবং সেই টাকা একাউন্টে দিতে হবে তাড়াতাড়ি।
কৃষকদের ফসলের সঠিক দাম দিতে হবে।

এর ফলে বর্ধমান কাটোয়া রাস্তা বেশ কিছুক্ষণ যান চলাচলে ব্যাঘাত ঘটে পরে ভাতার থানার পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। ভাতার থেকে আমিরুল ইসলামের।

Related posts

পূর্ব বর্ধমানে বোমার ‘হোম ডেলিভারি’, ‘অনলাইনে’ পেমেন্ট!

E Zero Point

মেমারিতে মহিলা পরিচালিত রক্তদান শিবির

E Zero Point

বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন কলকাতায়

E Zero Point

মতামত দিন