16/04/2024 : 7:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

ধান কাটা কে কেন্দ্র করে উত্তপ্ত পানুয়া গ্রাম, আহত ৩

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২৫ নভেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বামুনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পানুয়া গ্রামে জমি সংক্রান্ত ব্যাপারে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। আজ একপক্ষ জমিতে ধান কাটতে গিয়ে 2 পরিবারের ব্যাপক মারপিট এতে আহত তিনজন।
ঘটনাস্থলে ভাতার থানার পুলিশ।

পানুয়া গ্রামের বাসিন্দা খন্দকার জাকির হোসেন জানান, আমরা 70 বছর ধরে যে জমিতে ধান চাষ করছি আজকে হঠাৎ করে আমার কাকার ছেলে সৈয়দ হাসান ও সৈয়দ আলী হোসেন, ধান কাটতে বাধা দেয়। আমরা ধান কাটতে গেলে লাঠিসোটা নিয়ে আমাদের উপর চড়াও হয়। আমাদেরকে ব্যাপক মারধর করে। আমাদের তিনজন গুরুতর আহত আমরা লিখিত অভিযোগ জানাবো ভাতার থানায়।

অপরদিকে সৈয়দ হাসান জানান ওই জমি আমাদের বাবার অংশ আছে ।আমরা এ বিষয়ে কোর্টে কেস করেছি। জমিতে বর্তমানে কোন কাজ করার যাবেনা নিষেধ আছে। তার সত্বেও ওরা ধান কাটতে গিয়েছিল আমরা বাধা দিয়েছি কাউকে মারধর করিনি।

পুলিশ সূত্রে খবর এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ থানায় জমা পড়েনি।

Related posts

মন্তেশ্বরে বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ

E Zero Point

টেনিস ক্রিকেট খেলার সেই দিনগুলো

E Zero Point

স্কুল ফি কমিটিতে অভিভাবকদের মান্যতা হাইকোর্টের

E Zero Point

মতামত দিন