01/05/2024 : 8:34 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

“দুয়ারে সরকার” প্রকল্প চালু হয় খুশি ভাতারের জনগন

জিরো পয়েন্ট নিউজ – আমিরুল ইসলাম, ভাতার, ২ ডিসেম্বর, ২০২০:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বামুনারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বামুনারা হাইস্কুলে দুয়ারে সরকার প্রকল্পের কাজ হচ্ছে দ্বিতীয় দিনে।
উপস্থিত রয়েছেন ভাতার বিধানসভার বিধায়ক সুভাষ মন্ডল বামুনারা গ্রাম পঞ্চায়েতের প্রধান মল্লিকা ধারা, বামুনারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোয়ার ইসলাম পঞ্চায়েতের সমস্ত আধিকারিকরা।

পঞ্চায়েতের উপপ্রধান মনোয়ার ইসলাম জানান, আজ এগারোটা প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছে এলাকার মানুষজন এই ক্যাম্প আগামীতে হবে।

স্থানীয় বাসিন্দা সন্দ্বীপ হাটি জানান, আজ দুয়ারে সরকার প্রকল্পে আমি চারটি প্রকল্পের সুযোগ-সুবিধা পেলাম একই দিনে,এই চারটি প্রকল্পের জন্য আমি মাসের-পর-মাস ঘুরেছি পঞ্চায়েতে, একই দিনে চারটি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ায় ধন্যবাদ বর্তমান সরকারকে।

Related posts

পান্ডুয়া রাধারাণী বিদ্যালয়ের ছাত্রীরা সঙ্কটেঃ ডি আইকে ঘেরাও করলেন অভিভাবকরা

E Zero Point

কান্দিতে প্রজাতন্ত্র দিবস পালন

E Zero Point

পশ্চিমবঙ্গে বাড়ল ২০ লক্ষের বেশি ভোটার

E Zero Point

মতামত দিন