06/05/2025 : 10:21 PM
আমার বাংলাকালনাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

বঙ্গধ্বনি যাত্রায় গরহাজির খোদ কালনার বিধায়কই

জিরো পয়েন্ট নিউজ – প্রসেনজিৎ দেবনাথ, পূর্বস্থলী, ১৩ ডিসেম্বর, ২০২০:


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো প্রতিটি বিধানসভা এলাকায় বঙ্গধ্বনি যাত্রা আরম্ভ হয়েছে। আর কালনা বিধানসভার অন্তর্গত কালনা ২ ব্লকে আজ বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিধানসভা অনুযায়ী বঙ্গধনী যাত্রাতে গরহাজির খোদ কালনার বিধায়কই। বেশ কয়েক মাস ধরে কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুর দেখা মিলছে না কোনো অনুষ্ঠানে। সেই মতো এদিনের এই অনুষ্ঠানেও গরহাজির বিশ্বজিৎ কুন্ডু।

আর বিশ্বজিৎ কুণ্ডুর গরহাজির কে কেন্দ্র করে চলেছে রাজনৈতিক পারদ। বিজেপি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষের দাবি স্বচ্ছ ভাবমূর্তির লোক তৃণমূলে থাকা খুবই কঠিন।যদিও বিশ্বজিৎ কুণ্ডু এ বিষয়ে কোনো কথা বলতেই রাজি হননি।

এ বিষয়ে তৃণমূলের মুখপাত্র দেবু টুডু তিনি জানান এটা দলের বিষয় দলের যিনি সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি বলবেন, এই বলে তিনি মুখ লুকিয়েছেন দেবু বাবু, যদিও পরে তিনি বলেন কে পদযাত্রায় হাঁটল কে এল না তাতে তৃণমূলের কিছু যায় আসে না, বাংলার মানুষ তৃণমূলের সাথে আছেন।

Related posts

পূর্ব বর্ধমানে করোনা ও আমফান মোকাবিলায় প্রশাসনিক বৈঠক

E Zero Point

বেহাল রাস্তা ও সুস্বাস্থ্য কেন্দ্রের দাবীতে পঞ্চায়েত কার্যালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ মেমারিতে

E Zero Point

বিজেপি-তৃণমূলের অভিযোগ -পাল্টা অভিযোগ, আবার উত্তেজনা বর্ধমান জেলখানা মোড়ে

E Zero Point

মতামত দিন