29/03/2024 : 12:00 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে একাধিক ব্রিজের দৈনদশা

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ৬ ফেব্রুয়ারি ২০২১:


পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের পাল্লারোডের মামুদপুর, পাল্লা ক্যাম্প সংলগ্ন এলাকা দিয়ে বহমান সেচখাল ও গাঙুর নদির উপর একাধিক ব্রিজ বিস্তৃর্ণ এলাকার ১৫০০০ মানুষকে রাস্তার মাধ্যমে জুড়েছে, দীর্ঘদিন ধরে এই ব্রিজগুলির প্রয়োজনীয় সংস্কার বন্ধ।

পাল্লা ক্যাম্পের অনেক ব্রিজেই সাইডের রেলিং ভেঙে পড়েছে আবার এলাকার ৮থেকে ১০টি ব্রিজের মধ্যে সব থেকে খারাপ হাল মামুদপুরের ব্রিজটির এতটাই দৈনদশা যে ভেঙে পড়তে পারে গোটা ব্রিজটি যেকোনো দিন বলেই দাবী স্থানীয় দের , স্থানী সঞ্জয় ঘোষ , পিকু ঘোষরা জানালেন ” অনেক জায়গায় সাবধান বোর্ড বসালেও যাচ্ছে ভারীগাড়ি, বিগত কয়েক মাসে একাধিকবার ভাঙারেলিং এর ফলে ঘটেছে দুর্ঘটনা”।

শুধুমাত্র রং এর প্রলেপ দিয়ে দায়সাড়া নয়, ব্রিজের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় মেরামতি হোক অবিলম্বে দাবী স্থানীয়দের , প্রশাসনের নজরে আসুক গোটা বিষয় যাতে ভবিষ্যতে বৃহত্তর দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারে সাধারণ মানুষ ;

পাল্লাগ্রামের বাসিন্দা দেবব্রত হালদার,সন্দীপ সাঁতরা রা জানালেন কোনো ব্রিজ মেরামতির দায়িত্ব সেচ তফতরের কোনোটার আবার জেলা পরিষদের কিন্তু ভ্রুক্ষেপ নেই কারুরই , পাড়াপাড়ায় সমাধানে সারায় হোক ব্রিজ দাবী তুলছেন নিত্যযাত্রীরা।

Related posts

বিশ্ব এইডস দিবসের সচেতনতা প্রচার লোকশিল্পীদের মাধ্যমে

E Zero Point

বিজেপির রক্তদান শিবির ও সেবা সপ্তাহ পালন

E Zero Point

কাঁকসায় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস

E Zero Point

মতামত দিন