24/04/2024 : 7:42 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

রক্ষণাবেক্ষণ হোক ইতিহাসের

সন্দীপন সরকার

বর্ধমান শহরের ঝুরঝুরে পুল এর খুব কাছে রয়েছে একটি পির থান, পির বাবার নাম জানা যায় না এখন অবধি, পির থানটি বহুকাল অযত্নে পড়ে রয়েছে।

বছর খানেক আগে স্থানীয় সৌরেন চ্যাটার্জীর দাবী তিনি নাকি স্বপ্নাদেশ পান, তারপর নিজ অর্থে মূল পির থানটি সংস্কার করে একটি ঘর তৈরিও করে দেন, একটি ওরস উৎসবও করেন নিয়ম মেনে, কিন্তু এখনো প্রায় কাঠা খানেক জমিতে আরও কয়েকটি সমাধি রয়েছে।

পুরাতন স্থাপত্যের ইঁট দেখলে বোঝা যায় থান টি অন্তত ৩৫০ বছরের পুরনো, স্থানটির উপযুক্ত রক্ষণাবেক্ষণ প্রয়োজন অবিলম্বে নইলে ইতিহাস নষ্ট হওয়া এবং জায়গাটি বেহাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related posts

যাত্রীবোঝাই সরকারি বাসে আগুন

E Zero Point

প্রতিষ্ঠা দিবসে বস্ত্র বিতরণ করল গলসী তৃণমূলের

E Zero Point

আকাশছোঁয়া আলু ও সবজির দাম দুশ্চিন্তায় সাধারণ মানুষ

E Zero Point

মতামত দিন