29/03/2024 : 8:21 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমন্তেশ্বরমেমারি

মেমারি-মন্তেশ্বরের করোনা আক্রান্তের পাশে রেড ভলেন্টিয়ার

জিরো পয়েন্ট নিউজ কমল বড়া, মন্তেশ্বর, ২২ মে ২০২১:


করোনামহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতসহ এই রাজ্যে ও তার ওপর চলছে লকডাউন | এই করোনার করুন পরিস্থিতিতে যারা করোনায় আক্রান্ত, সেই সব পরিবারের পক্ষে একটা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করতে মাথার ঘাম পায়ে পরছে।

আর সেই সমস্ত করোনা আক্রান্তদের বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন হেমন্ত মল্লিক, অনিসা সামন্তের মতো বেশ কয়েকজন রেড ভলেন্টিয়ার এর কয়েকজন সদস্য সদস্যা | বিনিময়ে কোনও অর্থ লেনদেন নেই| তাঁদের দাবি, গত কয়েক দিনে ৮ জন করোনা আক্রান্তের ঘরে অক্সিজেন পৌঁছে দিয়েছেন তাঁরা | সঙ্গে দিয়েছেন অক্সিজেন মাস্ক এবং অক্সি-ফ্লো মিটার |


হেমন্ত বাবু কথায়, তিনি একজন গৃহশিক্ষক ও তার সহযোগী অনিসা সামন্ত একজন বিটেক ইঞ্জিনিয়ারের দ্বিতীয় বর্ষের ছাত্রী, তবে এই করুণ পরিস্থিতিতে গৃহ শিক্ষক হেমন্ত মল্লিকের উপার্জন বন্ধ  কিন্ত এই দুঃসময়ে মানুষের পাশে থাকতে পেরে তারা খুব খুশি |

সাধারণ মানুষ যেমন তাদেরকে উৎসাহ দিচ্ছেন তেমনই স্বাস্থ্য দপ্তর থেকে তাদেরকে নানারকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আগামীতেও যে স্বাস্থ্য দপ্তর তাদের পাশে আছে তাও তিনি স্বীকার করে নিলেন |

Related posts

ভাতার ব্লক হাসপাতালের স্বাস্থ্যপরিসেবা নিয়ে প্রশ্ন?

E Zero Point

মালদার সুবিখ্যাত আম এবারে পাড়ি দিল রাজধানী দিল্লিতে

E Zero Point

টাকা দাও – না হলে জেলে যাও

E Zero Point

মতামত দিন