28/04/2024 : 1:24 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

অসহায় পথবাসীদের পাশে মেমারির দধীচি

জিরো পয়েন্ট নিউজ ডেস্কঅতনু ঘোষ, মেমারি, ১৮ জুন ২০২১:


ভোটের পর করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল রাজ্যে ধীরে ধীরে করোনা সংক্রমণের হার হ্রাস পেলেও করোনা সংক্রমণের নিয়ন্ত্রণের জন্য বর্তমানে রাজ্যে করোনার বিধি-নিষেধ কার্যকারী হয়েছে, এই অবস্থায় দাঁড়িয়ে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে মেমারির পথবাসীরা।

তাই এই অসহায় পথ বাসীদের পাশে দাঁড়িয়ে পুরো জুন মাস ধরে দধীচি- স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সদস্যারা রাত্রে আহারাদির দায়িত্ব নিয়েছে । প্রায় প্রত্যেক রাত্রীতে ১০০ জন মানুষের মুখে অন্ন তুলে দিয়ে মানব ধর্মের পরিচয় দিচ্ছে । দধীচি সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে,  এই কাজে লাগছে প্রচুর পরিমাণ অর্থ ,মেমারির সহৃদয় ব্যাক্তি দের কাছে আবেদন আপনারা যদি এই দধীচি স্বেচ্ছাসেবী সংস্থা পাশে থাকেন তাহলে আগামী দিনে আমরা এই সকল অসহায় মানুষের পাশে থাকতে সক্ষম হব।

Related posts

আংশিক লকডাউনের প্রচারে মেমারি থানা

E Zero Point

মমতাময়ী বিডিও সুবর্ণা মজুমদার

E Zero Point

কংগ্রেস ও সিপিএমের যৌথ উদ্যোগে বিক্ষোভ অবস্থান মুর্শিদাবাদে

E Zero Point

মতামত দিন