28/04/2024 : 11:50 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানবর্ধমান

বিধায়কের উদ‍্যোগে স্কুল ও ক্লাবে থাকার ব‍্যাবস্থা বর্ধমানে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, বর্ধমান, ৩০ জুলাই ২০২১:


বর্ধমান শহরের ১০নম্বর ওয়ার্ড ও ১১নম্বর ওয়ার্ড এলাকায় জলমগ্ন এলাকাবাসী । সেই জলমগ্ন জায়গায় পরিদর্শনে জান শুক্রবার বর্ধমান দক্ষিনের বিধায়ক খোকন দাস ।এদিন বিধায়কের উদ‍্যোগেই এই জলমগ্ন এলাকার মানুষদের শহরের তিনটি যায়গায় ক‍্যাম্প করা হয়েছে ।

যেমন শহরের বিদার্থী বয়েজ স্কুল, ইছলাবাদ স্কুল এবং ইছলাবাদ এথ‍্যেলেটিক ক্লাব এই জয়াগায় বন‍্যা কবলিত মানুষদের দিবারাত্র থাকার ব‍্যাবস্থা করা হয়েছে পাশাপাশি তাদের খাওয়া দাওয়ারও ব‍্যাবস্থা করা হয়েছে । ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে ক্লাব এবং স্কুলে আশ্রয় নিয়েছে এইসমস্ত দুস্থঃ মানুষরা।

কিন্তু প্রশ্ন হচ্ছে প্রতি বছরই বর্ষার সময় বর্ধমান পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে যায় আর বিধায়ক থেকে শুরু করে শাসকদলের নেতারা এসে কিছু সাময়িক সমাধান করে চলে যান। জলনিকাশী ব্যবস্থার স্থায়ী সমাধান চায়ছে সাধারণ মানুষ।

Related posts

গত ২৪ ঘণ্টায় পূর্ব বর্ধমানে ৬০৩ ও মেমারিতে ৫৫ জন আক্রান্ত

E Zero Point

মঙ্গলকোটে বজ্রাঘাতে মৃত্যু

E Zero Point

খেলা হবে দিবস পালন মেমারিতে

E Zero Point

মতামত দিন