25/04/2024 : 1:52 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

মেমারিতে ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা, চললো গুলি

জিরো পয়েন্ট নিউজ – সত্যনারায়ন সিকদার, মেমারি, ৯ মে ২০২৩:


মঙ্গলবার সকালে আনুমানিক সাড়ে আটটা নাগাদ মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের মগলামপুর গ্রামে ঘটলো চাঞ্চল্যকর ঘটনা । ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা, চললো গুলি। জানা যায় মগলামপুর গ্রামের অশোক বিশ্বাস তার বাড়ির সামনে একটি জল নিকাশি ড্রেন তৈরি করতে গেলে তারই প্রতিবেশী বিপ্লব সাধুখাঁ বাধা দিতে আসে। সেইসময় তারা একে অপরের মধ্যে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে । ঠিক সেই সময় বিপ্লব সাধুখাঁর ছেলে রাজিব সাধুখাঁ হঠাৎ ঘর থেকে তাদের লাইসেন্স প্রাপ্ত দোনালা বন্দুক বার করে গুলি চালায় ।

অল্পের জন্য রক্ষা পায় অশোক বিশ্বাসের পরিবার।  হঠাৎ গ্রামের গুলির আওয়াজে প্রতিবেশীরা ছুটে আসে । এমন গুলি চালানোর আকস্মিক ঘটনায় গ্রামে উত্তেজনার সৃষ্টি হয় । প্রতিবেশীরা মেমারি থানায় খবর দিলে মেমারি থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই দোলালা বন্দুক ও একটি টঙ্গী উদ্ধার করে । এই ঘটনায় বিপ্লব সাধুখাঁ এবং তার ছেলে রাজীব সাধুখাঁকে পুলিশ থানায় নিয়ে যায়। আরও জানা যায় বিপ্লব সাধুখাঁর ছেলে রাজিব সাধুখাঁ  উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। সামান্য এক ড্রেন করাকে কেন্দ্র করে গুলি চালানোর ঘটনায় হতবাক এলাকার মানুষ।

Related posts

একটার পর একটা টোটো চুরি, বিপাকে মালিকরা

E Zero Point

উত্তরবঙ্গে জোর কদমে চলছে ২১ শে জুলাইয়ের প্রস্তুতি

E Zero Point

সামাজিক দূরত্ব ও স্বাস্থবিধির সাথে উদযাপিত হল ঈদ-উল-আযহার নামাজ জামালপুরে

E Zero Point

মতামত দিন