01/05/2024 : 7:57 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে মেমারির রাস্তায় পরে থাকা প্লাস্টিক সাফাই

স্বদেশ মজুমদারঃ পরিবেশ দূষণের বিভিন্ন কারন গুলির মধ্যে প্লাস্টিকের ব্যবহার অন্যতম । গড়ে ১২মিনিট প্লাস্টিক ব্যবহারে দশ হাজার সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটে , বছরে মৃত্যু ঘটছে ১মিলিয়ন সামুদ্রিক প্রাণীর , পরিবেশ দূষণের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। গত  ৩ জুলাই প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবসে মেমারির স্বেচ্ছাসেবী সংস্থা আঁচলের সদস্যরা মেমারির প্রধান রাস্তাগুলিতে যত্রতত্র পরে থাকা প্লাস্টিক ব্যাগ গুলি তুলে, আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়াগায় ওগুলো ফেলে দিয়ে এসেছে ।

সংস্থা থেকে মেমারিবাসীর প্রতি আবেদন জানানো হয়, প্লাস্টিক ব্যাগের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করে প্লাস্টিক মুক্ত মেমারি শহর গড়ে তোলার জন্য।

Related posts

মাথার চুল উঠে টাক, হতাশায় আত্মহত্যা যুবকের

E Zero Point

অসহায় কৃষকদের পাশে রাইস মিলের মালিক

E Zero Point

শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতে জনগণের বিক্ষোভ

E Zero Point

মতামত দিন