23/04/2024 : 8:59 PM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপশ্চিম মেদিনীপুর

কন্যাশ্রী দিবসে, সদ্যজাত কন্যাসন্তানকে ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক – পশ্চিম মেদিনীপুর, ১৫ অগাষ্ট ২০২১:


অষ্টম কন্যাশ্রী দিবস একদিকে যখন ধুমধাম করে পালন করছে জেলা প্রশাসন ঠিক সেই সময় সদ্যজাত কন্যা সন্তানকে বিক্রির ঘটনা ঘটল মেদিনীপুর শহরে। হাতেনাতে এলাকাবাসীরা ধরে তুলে দিল পুলিশের হাতে। ঘটনায় তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরে।
জানা গিয়েছে মেদিনীপুর শহরের ইন্দ কুড়ি এলাকার এক মহিলা শুক্রবারই জন্ম দেয় এক কন্যাসন্তানের। মাস পাঁচেক আগেই ওই মহিলার স্বামী মারা যায়।

এরপর নতুন করে সন্তান জন্ম দেওয়ায় পরিবারের অন্যান্য সদস্যরা সদ্যোজাত কন্যা সন্তানসহ চার বাচ্চা ও মাকে বের করে দেয় বাড়ি থেকে। এরপরই নিরুপায় হয়ে প্রসূতি মা মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় নিজের কন্যাসন্তানকে ৫০০০ টাকার বিনিময়ে বিক্রি করে দেয় বলে অভিযোগ।

ঘটনা শুনেই প্রতিবেশীরা খবর পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায়। পুলিশ পৌঁছে তিন সন্তান ও মাকে নিয়ে আসে থানায়। পরে বাচ্চাটি উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাকে ঘিরে তিব্র চাঞ্চল্য ছড়াল মেদিনীপুর শহরে।

Related posts

‘সম কাজে সম বেতন’ সিঙ্গেল বেঞ্চের  রায় কে মান্যতা ডিভিশন বেঞ্চের

E Zero Point

ছাত্র-যুবদের জীবাণুমুক্ত কর্মসূচি পূর্বস্থলীতে  

E Zero Point

মেমারি দুর্গাপুর পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে বিজেপির পঞ্চায়েত ঘেরাও ও ডেপুটেশন

E Zero Point

মতামত দিন