29/03/2024 : 11:46 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গহুগলি

কোঁচমালী পঞ্চায়েতে বিক্ষোভ ও জি টি রোড অবরোধ গ্রামবাসীর

সত্যনারায়ন শিকদারঃ: একশ দিনের কাজের টাকা কম পেয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা | এছাড়া পঞ্চায়েত অফিসের সামনে জি টি রোড দীর্ঘক্ষন অবরোধ করে রাখল এলাকার মানুষ।  ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান, হুগলির বর্ডার সংলগ্ন এলাকা বেরালা কোঁচমালী পঞ্চায়েতে | বিক্ষোভকারীদের কথায় জানা যায়, একশো দিনের কাজ করার পর কারো ব্যাংক একাউন্টে ৫০টাকা আবার কারো একাউন্টে ৭২টাকা এসেছে | এ নিয়ে তারা বারবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের দ্বারস্থ হয়ে সঠিক সদুত্তর না পেয়ে গত সোমবার গ্রামবাসীরা একত্রিত হয়ে পান্ডুয়া ব্লকের বেরালা কোঁচমালী গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখায় এলাকার প্রায় দুই শত গ্রামবাসী |


খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডুয়া থানার পুলিশ আধিকারিকরা | পুলিশের তরফ থেকে অবরোধকারীদের অবরোধ তুলে নেওয়ার কথা বলা হলেও অবরোধকারীরা চাইছেন উচ্চতর কর্তৃপক্ষ এসে বিষয়টি হস্তক্ষেপ করুক | এদিকে পঞ্চায়েত প্রধান অনুপস্থিত থাকার কারণে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related posts

ভারত ও ব্রাজিল – বিজ্ঞানীদের পরামর্শ গ্রহণ করেনি, করোনা সামলাতে হিমশিম খেতে হচ্ছেঃ রিপোর্ট

E Zero Point

দুর্গাপুজো উপলক্ষে দুঃস্থদের মধ্যে বস্ত্রদান মেমারিতে

E Zero Point

সচেতনতার সাথে সৌভ্রাতৃত্বের প্রচারে মেমারি থানা

E Zero Point

মতামত দিন