24/04/2024 : 5:33 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

খেলা হবে দিবস পালন মেমারিতে

জিরো পয়েন্ট নিউজ ডেস্ক, মেমারি,  ১৭ অগাষ্ট ২০২১:


খেলা হবে, খেলা হবে….গত বিধানসভা ভোটের আগে দেবাংশু ভট্টাচার্য এর সৃষ্টির তৃণমূল কংগ্রেসের এই স্লোগানে মুখরিত হয়েছিল শহর থেকে গ্রাম। এবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলে প্রতিটি ব্লকে ১৬ ই আগস্ট খেলা হবে দিবস পালন করার।


দেখা গেছে ১৬ ই আগস্ট এর আগে থেকেই বিভিন্ন ব্লকে খেলা দিবসের প্রস্তুতি, পাশাপাশি ঘোষণা মত ১৬ ই আগস্ট বিভিন্ন ব্লকে ফুটবল খেলার মাধ্যমে খেলা দিবস পালন করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে। এবার মঙ্গলবার ১৭ ই আগস্টও খেলা হবে দিবস পালন হলো।

পূর্ব বর্ধমান জেলার মেমারি ১ নম্বর ব্লকের কালশী ফুটবল মাঠে মেমারি ১ নম্বর ব্লক জয় হিন্দ বাহিনী ও মেমোরি ১ নম্বর ব্লক সংখ্যালঘু সেল এর যৌথ উদ্যোগে আটটি দলের ফুটবল প্রতিযোগিতার মধ্য দিয়ে খেলা দিবস পালন করল।


উদ্যোক্তারা জানান সোমাবার ১৬ ই আগস্ট খেলা দিবস পালন করার দিন থাকলেও যেহেতু ঐদিন বাগিলা অঞ্চলে দুয়ারে সরকার থাকার জন্য খেলা দিবস পালন করা যায়নি, তাই আজ পালন করা হলো।


খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কো মেন্টর তথা মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক ডাঃ আবুল হাশেম মন্ডল, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দব্যানার্জি, মেমারি এক পঞ্চায়েত সমিতির সদস্য পাটোয়ারী মান্ডি, জেলা এসসি ওবিসি সেলের সহ-সভাপতি সমিরনমজুমদার, বাগিলা পঞ্চায়েত প্রধান অরিন্দম_ঘোষাল, ব্লক জয় হিন্দ বাহিনীর সভাপতি প্রলয় পাল, ব্লক সংখ্যালঘু সেল এ সভাপতি মীর পারভেজ ও শিক্ষক নেতা মৃন্ময় ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।

দলীয় পতাকা উত্তোলন করে আজকের খেলার শুভ উদ্বোধন করেন মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক ডাঃ আবুল হাশেম মন্ডল ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নিত্যানন্দ ব্যানার্জি। বহু ফুটবল প্রেমী মানুষ আজকের খেলা দেখতে কালশী ফুটবল মাঠে হাজির হয়েছিল।

 

Related posts

আলু চাষে ব্যবহৃত সারের কালোবাজারির অভিযোগ মেমারিতে

E Zero Point

মৎস্য চাষের উপকরণ বিতরণ মেমারিতে

E Zero Point

গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা এক যুবকের

E Zero Point

মতামত দিন