07/05/2025 : 1:04 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানমেমারি

ছাত্রযুবদের নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারে প্রতিবাদে বনধের জন্য মেমারিতে প্রচার

জিরো পয়েন্ট নিউজ – নূর আহামেদ, মেমারি, ১১ ফেব্রুয়ারি ২০২১:


কাজের দাবী, কম পয়সায় শিক্ষার দাবী, নিয়োগের স্বচ্ছতার দাবী সহ ১৬ টি বিভিন্ন দাবী নিয়ে বৃহস্পতিবার বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযান করে কিন্তু সেখানে রাজ্যের তৃণমূল সরকার পড়ুয়াদের ওপর নৃশংসভাবে লাঠিচার্জ করে।

তারই প্রতিবাদে বামসংগঠনগুলি আগামীকাল শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা বাংলা বনধ ডেকেছে। মেমারি শহরজুড়ে এই ঘটনার প্রতিবাদে এবং বনধের সমর্থনে প্রচার করে সিপিআইএম মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির উদ্যোগে।

প্রচারসভায় মেমারি ১ পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সনৎ ব্যানার্জি বলেন, কলকাতায় বিভিন্ন হাসপাতালে গুরুতর জখম ছাত্রযুবরা মৃত্যুর সাথে এখনও পাঞ্জা লড়ছে। এই ভাবে আক্রমন নিন্দনীয়। এই তৃণমূল সরকারকে আমরা ধিক্কার জানাই।

Related posts

দশটি বাইক উদ্ধার করলো মেমারি থানার পুলিশ, গ্রেপ্তার ২

E Zero Point

ভাতার ব্লক হাসপাতালের স্বাস্থ্যপরিসেবা নিয়ে প্রশ্ন?

E Zero Point

মেমারি পৌর প্রশাসক স্বপন বিষয়ীর বিক্ষোভ সভা

E Zero Point

মতামত দিন