01/10/2023 : 12:32 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমানভাতার

দুয়ারে সরকার ক্যাম্পের উদ্বোধনে বিধায়ক মান গোবিন্দ অধিকারী

জিরো পয়েন্ট নিউজ আমিরুল ইসলাম, ভাতার, ১ সেপ্টেম্বর ২০২১:


পূর্ব বর্ধমান জেলার ভাতার এর দুয়ারের সরকারকে হচ্ছে আজ দুটি অঞ্চলে। সাহেবগঞ্জ এক নম্বরের অঞ্চলের ক্যাম্প হচ্ছে কাশিপুর স্কুলে ও সাহেবগঞ্জ দুই নম্বর অঞ্চলের ক্যাম্প হচ্ছে ওরগ্রাম হাই স্কুল। বুধবার দুটি ক্যাম্প এর শুভ উদ্বোধন করলেন বিধায়ক মান গোবিন্দ অধিকারী।

বিধায়ক মান গোবিন্দ অধিকারী জানান, যে আমাদের নেত্রী কথা দিয়েছিলেন ভোটের আগে দুয়ারের সরকার ক্যাম্পে লক্ষী ভান্ডার প্রকল্পের সুযোগ-সুবিধা পাবে। সাধারন মানুষ তাই আজ লক্ষী ভান্ডার প্রকল্পে সুযোগ-সুবিধা নিচ্ছে।প্রতিটা মানুষ সেই সুযোগ নেয়ার জন্য ক্যাম্পে আসছে ।



 

Related posts

ভাতার ফায়ার ব্রিগেড মোড়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন ১ মোটরসাইকেল চালক

E Zero Point

ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত এক ব্যক্তিঃ উত্তেজিত জনতার পথ অবরোধ

E Zero Point

মেমারিতে ৫ জন বেআইনী মদ বিক্রেতা গ্রেপ্তার

E Zero Point

মতামত দিন