জিরো পয়েন্ট নিউজ – জয়দীপ মৈত্র, দক্ষিন দিনাজপুর, ১৪ সেপ্টেম্বর ২০২২:
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার মেয়াদ শেষ হতেই দুই জনের প্রশাসনিক বোর্ড ঘোষণা করল রাজ্য পুরদপ্তর। মঙ্গলবার নতুন করে প্রশাসনিক বোর্ডের দায়িত্ব গ্রহণ করলেন সদ্য প্রাক্তন চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন এবং ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুন্ডু। ফের পৌরসভার পৌর প্রশাসক ও উপ-প্রশাসক পদে বসে পৌরসভার চৌদ্দটি ওয়ার্ডের নাগরিক পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনা করা হবে বিগত দিনের মতোই এমনটাই জানিয়েছেন পৌর প্রশাসক অখিল চন্দ্র বর্মন ও উপ-পৌর প্রশাসক জয়ন্ত কুণ্ড।
নতুন পৌর প্রশাসকদের একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে মঙ্গলবার সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং সরকারি আধিকারিকরা। যার জেরে বুনিয়াদপুর পৌরসভায় খুশির আবহ সৃষ্টি হয়েছে।