03/02/2023 : 8:27 AM
আমার বাংলাদক্ষিণ বঙ্গপূর্ব বর্ধমান

সাপের কামড়ে মৃত যুবক

জিরো পয়েন্ট নিউজ – মৃত্যুঞ্জয় যশ,মন্তেশ্বর, ২২ সেপ্টেম্বর ২০২২:


সাপের কামড়ে মৃত এক যুবক ঘটনাটা ঘটেছে আজ বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত মাঝেরগ্রামে। মন্তেশ্বর মাঝের গ্রাম মালাডাঙ্গা পাড়ের বাসিন্দার মৃত ব্যক্তি বিশু মুর্মু নামে এক যুবক।

বৃহস্পতিবার সকালে মাঠে ইদুর মারতে গিয়েছিল একটি ইঁদুরের গর্তে কিছুটা মাটি খুঁড়ে হাত ঢোকাতেই সাপে ছোবল দেয় বিষয়টি বুঝতে না পারায় ইঁদুরে কামড়েছে না সাপে কামড়েছে এমন একটা ধন্দে থাকায় বাড়ি ফিরে পরিবারে অন্যান্য সদস্যকে বিষয়টি জানায় শরীর খারাপ করছে, পরিবারের সদস্যরা তড়িঘড়ির মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে চিকিৎসার জন্য।

মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরতচিকিৎসক দেখে মূত বলে ঘোষণা করেন। মন্তেশ্বর থানার পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় থানায়। এই ঘটনায় মাঝেরগ্রাম গ্রামেএবং পরিবার সহ শোকের ছায়া নেমে এসেছে।


Related posts

ভুয়ো আই. পি. এস অফিসার পরিচয় দিয়ে চাকরীর টোপ

E Zero Point

জলে ডুবে মৃত্যু হল এক শিশুর মৃত শিশুর

E Zero Point

পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত ৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান

E Zero Point

মতামত দিন